Nadia News: নির্জন রাস্তার ধারে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, চাঞ্চল্য নদিয়ায়
West Bengal: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অম্বর সর্দার (৬১)। বাড়ি রানাঘাট থানার কলাইঘাটা সর্দার পাড়া এলাকায়। জখম ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার (২৪)।
সুজিত মণ্ডল, নদিয়া: নির্জন রাস্তার পাশ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। তার কিছুটা দূরেই গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন আরও এক যুবক। ঘটনা নদিয়ার (Nadia) রানাঘাটে মাজদিয়া এলাকার। ঘটনা ঘিরে ব্যাপক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অম্বর সর্দার (৬১)। বাড়ি রানাঘাট থানার কলাইঘাটা সর্দার পাড়া এলাকায়। জখম ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার (২৪)। তাঁর বাড়ি মুসুন্ডা হালদারপাড়া এলাকায়। জানা গিয়েছে গত সোমবার বিকেলে সাইকেলে চেপে মুসুন্ডা থেকে কলাইঘাটা আসেন বিশ্বজিৎ। বিশ্বজিতের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন অম্বর। তাঁরা দুজনে কেউই রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে কলাইঘাটা- মুসুন্ডা সড়কের পাশে ঝোপের মধ্যে অম্বরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে। অন্যদিকে ওই রাস্তার পাশেই জখম অবস্থায় পড়েছিলেন বিশ্বজিৎ। তাঁকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের দাবি, ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না। টাকা পয়সা নিয়েও কোনও ঝামেলা নেই। কেন এই খুন স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। গত ২৫ মার্চ হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ থানার কুটির পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এলাকারই যুবক জয়ন্ত সর্দারের সঙ্গে বিয়ে হয় দিপালী সর্দারের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। আর সেই কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মাঝেমধ্যে এসে জয়ন্ত তার স্ত্রীর সঙ্গে দেখা করতেন। গত শুক্রবারও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অভিযোগ, স্ত্রীকে মারধর করেন জয়ন্ত। এদিন ধানের জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে মাজদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে স্বামী জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে রেল লাইনের ওপর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করার পর স্বামী রেলের লাইনে গলা দিয়ে আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: Suvendu Adhikari: শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর