Nadia: বোর্ড গঠন ঘিরে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হরিণঘাটার তৃণমূল সভাপতির
Nadia: হরিণঘাটা পুরসভার ভাবী চেয়ারম্যান হিসেবে সঞ্জীব রাম, ভাইস চেয়ারম্যান হিসেবে রাজীব দালালের নাম উল্লেখ ছিল। সোমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন দেবাশিস বসু, ভাইস চেয়ারম্যান হলেন সঞ্জীব রাম।
সুজিত মণ্ডল, নদিয়া: 'সততার পরাজয়, আর অন্যায়ের জয় হয়েছে।' হরিণঘাটা পুরসভায় (Haringhata Municipality) বোর্ড গঠন ঘিরে নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন শহর তৃণমূল (TMC) সভাপতি। 'ভুল কথা বলছেন।' দাবি সাংগঠনিক জেলা সভাপতির।
বোর্ড গঠনেও অসন্তোষ!
১০৮ পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে, প্রথমে দলের অন্দরেই অসন্তোষ দেখা গেছিল। জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ।
এবার পুরবোর্ড গঠন নিয়েও তৃণমূলের অন্দরে অসন্তোষ ধরা পড়ল নদিয়ার হরিণঘাটায়। নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন শহর তৃণমূল সভাপতি।
হরিণঘাটার তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম সাহার কথায়, 'সততার পরাজয় হয়েছে, অন্যায়ের জয় হয়েছে। কারও আত্মসম্মান নিয়ে ছিনিমিনি করার অধিকার দলের আছে বলে আমার মনে হয় না।'
হরিণঘাটা পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই জিতেছে তৃণমূল। গত ১৭ মার্চ, কাউন্সিলরা শপথ নিলেও ওই দিন বোর্ড গঠন হয়নি। কিন্তু ততক্ষণে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই তালিকা।
যেখানে হরিণঘাটা পুরসভার ভাবী চেয়ারম্যান হিসেবে সঞ্জীব রাম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রাজীব দালালের নাম উল্লেখ ছিল। কিন্তু সোমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন দেবাশিস বসু এবং ভাইস চেয়ারম্যান হলেন সঞ্জীব রাম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তালিকায় যাঁর নাম ছিল চেয়ারম্যান হিসেবে। এখানেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন হরিঘাটার শহর তৃণমূল সভাপতি।
আরও পড়ুন: North 24 Pargana: সিসিটিভি ক্যামেরা ঢেকে ভাঙা হল এটিএম, লুট লক্ষাধিক টাকা
উত্তম সাহার কথায়, '১০৩ পুরসভায় যেখানে ঘোষিত মানুষগুলিকে চেয়ারম্যান করা হল, সেখানে আজ হরিণঘাটার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হল। তাঁকে যে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আজ তাঁর যদি কোনও দুর্ঘটনা ঘটে যেত এই সিদ্ধান্তের কারণে, আমি জানি দল এর কতটা দায় দায়িত্ব নিত।'
যদিও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এই নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি।
হরিণঘাটা পুরসভার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম বলেন, 'আগের দিন বোর্ড গঠন প্রশাসনিক সমস্যার জন্য আটকে গিয়েছিল। আজ ঐক্যবদ্ধভাবে বোর্ড গঠন করা হয়েছে।'
হরিণঘাটা পুরসভায় বোর্ড গঠন
নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ তৃণমূলের শহর সভাপতি। শহর সভাপতির অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর বলেন, 'যদি কেউ এমন কথা বলে থাকেন, তাহলে তিনি সম্পূর্ণ ভুল কথা বলেছেন। এখানে যাঁরা নির্বাচিত হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই দলের সৈনিক। একজন চেয়ারম্যান শুধু পৌরসভার সব কিছু করেন না, সমস্ত জনপ্রতিনিধিরাই চেয়ারম্যান।'
এদিন নদিয়ার আরেক পুরসভা চাকদাতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিলেন অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান হলেন দেবব্রত নাগ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তালিকায়, দুই পদে নাম ছিল এই দু’জনেরই।