Nadia: প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ! নবদ্বীপে মৃত্যু হল মহিলার
Nadia News: মৃতার পরিবার সূত্রে দাবি, আজ প্রাতর্ভ্রমণে যান বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। অভিযোগ, সেইসময় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিটি মহিলার কানের পাশে লাগে।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: নবদ্বীপে (Nabadweep) প্রাতর্ভ্রমণে (Morning Walk) গিয়ে গুলিবিদ্ধ মহিলা (woman shot)। মৃত্যু হল সেই মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে।
প্রাতর্ভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ মহিলা
আজ অর্থাৎ বুধবার (Wednesday) সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বাস স্ট্যান্ডের (Nabadweep Bus Stand) কাছে। মৃত মহিলার নাম রানু বৈরাগ্য। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান (Phoolbagan) এলাকার বাসিন্দা।
মৃতার পরিবার সূত্রে দাবি, আজ প্রাতর্ভ্রমণে যান বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। অভিযোগ, সেইসময় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিটি মহিলার কানের পাশে লাগে। আহত অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে (Nabadweep State General Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। সাত সকালে মহিলার ওপর কী কারণে হামলা করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Murshidabad: জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের ওপর বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
গুলিবিদ্ধ তৃণমূল নেতা
গত মাসে নদিয়ায় আরও এক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলা নিয়ে যখন তোলপাড় রাজ্য, তার মধ্যেই ফের শ্যুটআউট হয়। নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটে সন্ধে সাড়ে ৭টা নাগাদ। আহত তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল। তিনি বগুলা ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনিমা মণ্ডলের স্বামী। আহত তৃণমূল নেতার স্ত্রী জানান, সন্ধ্যায় বাড়ির কাছে একটি খেলার মাঠে দাঁড়িয়েছিলেন সহদেব। অন্ধকারের মধ্যে কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তাঁর মাথায়। এরপর রাতে বগুলা গ্রামীণ হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) নিয়ে যাওয়ার পর রেফার করা হয় কলকাতায়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির (BJP)।