Hooghly: দেওয়াল লিখনে হুগলিতে 'প্রার্থী' ৩ ভূমিপুত্র! নেই লকেট! প্রার্থীতালিকায় থাকবেন?
Hooghly BJP: বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের নামে লেখা হয়নি কোনও দেওয়াল! ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। নেপথ্যে রাজ্যের শাসক দলের চক্রান্ত দেখছে বিজেপি
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চুঁচুড়া থেকে পোলবা, হুগলির লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জ্বলজ্বল করছে ৩ ভূমিপুত্রের নাম। অথচ বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের নামে লেখা হয়নি কোনও দেওয়াল! ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। নেপথ্যে রাজ্যের শাসক দলের চক্রান্ত দেখছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনও দলের প্রার্থীতালিকাও এখনও সামনে আসেনি। কিন্তু হুগলিতে বিজেপির দেওয়াল লিখন নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। একই লোকসভা কেন্দ্রে বিজেপির তিন-তিন জন প্রার্থীর নামে লেখা হল দেওয়াল।
কোথায় কোথায় দেওয়াল লিখন:
চুঁচুড়ার রবীন্দ্রনগর, ঘড়ির মোড়, পোলবার সুগন্ধা- এই তিনটি জায়গায় হয়েছে দেওয়াল লিখন। কিন্তু একটি দেওয়াল লিখনেও দেখা যায়নি হুগলির বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম।
এদিন সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগরে দেখা যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক সুবীর নাগের নামে দেওয়াল লিখন করা হয়েছে। যদিও সেই সুবীর নাগ বলছেন, 'আমার মনে হয়, শাসক দলের যারা ভেবেছিল, একুশের পর যাদের মনে হয়েছিল, খুব সহজেই হুগলি লোকসভা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া যাবে, তারা এই ধরনের কাজ করছে।'
২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের রত্না দে নাগকে হারিয়ে হুগলি কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী লকেট। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি ফের তাঁকে প্রার্থী করলেও, চুঁচুড়া থেকে তৃণমূলের অসিত মজুমদারের কাছে পরাস্ত হন তিনি। এই প্রেক্ষাপটে এদিন বিজেপির তিনটি দেওয়াল লিখনে দেখা গেছে তিন ভূমিপুত্রের নাম। ঘড়ির মোড়ে একটি দেওয়ালে বিজেপির প্রার্থী হিসেবে নাম লেখা হয়েছে গৌতম চট্টোপাধ্যায়ের। ইন্দ্রনীল চৌধুরীর নাম রয়েছে পোলবার সুগন্ধার একটি দেওয়ালে।
হুগলির তিন দেওয়ালে বিজেপির তিন প্রার্থীর নাম। তাহলে আসন্ন লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে বিজেপির প্রার্থী কে? শুরু হয়েছে জল্পনা। গোটা ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্র দেখছে লকেট চট্টোপাধ্যায়। হুগলির বর্তমান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূলের ষড়যন্ত্র। বিশৃঙ্খলার চেষ্টা করছে। এতে কোনও লাভ হবে না। বিভিন্ন লোকের নাম লেখা হচ্ছে। ২০২৪ আবার মোদিজিকে হুগলি লোকসভা আমরা উপহার দেব। কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।'
তৃণমূলের খোঁচা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য়ই এমনটা হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'বিজেপির এখন কোটি কোটি টাকা। ক্যান্ডিডেট ধরতে পারলেই কয়েক কোটি পাবে। তার লড়াই চলছে। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, ওদের নামে লিখবে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। যে যার নাম লেখার জন্য ছেলে ফিট করে দিয়েছে, নিজেরাই লিখছে।'
চলতি মাসের গোড়ায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায়।
আরও পড়ুন: ক্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায় ! জুন-জুলাই মাসেই বাজারে ?