West Bengal: সরকারি হাসপাতাল থেকে দিনেদুপুরে শিশু চুরি! চাঞ্চল্যকর ঘটনা, ফিল্মি কায়দায় উদ্ধার
Hooghly News: শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে এক সদ্যোজাত চুরি যায়! সিসি টিভি ফুটেজ দেখে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে সদ্যোজাত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায়।

শ্রীরামপুর: হইচই পড়ে গিয়েছে শ্রীরামপুরে (Serampore)। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি! পরে পুলিশ উদ্ধার করেছে সেই সদ্যোজাতকে।
শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে এক সদ্যোজাত চুরি যায়! সিসি টিভি ফুটেজ দেখে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে সদ্যোজাত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায়।
কোন্নগরের বাসিন্দা নেহা কুর্মি গত বুধবার ভর্তি হন হাসপাতালে । বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন কোন্নগরের ওই বাসিন্দা । শুক্রবার সকালে হাসপাতাল থেকে মেলে ছাড়পত্র।
কিন্তু এর মাঝেই বিভ্রাট! সুযোগ বুঝে ওই মহিলার কেবিনে ঢোকেন অপর এক মহিলা, অভিযোগ পরিবারের। কেবিন থেকে সদ্যোজাতটিকে নিয়ে বেরিয়ে যায় ওই মহিলা, অভিযোগ করেছে সেই পরিবার। শ্রীরামপুর নগার মোড়ের কাছে সন্দেহভাজন মহিলাকে আটক। উদ্ধার সদ্যোজাত। তবে কীভাবে সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি করে কেউ বেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন সর্বত্র। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।
রাজ্য পুলিশের তরফে অবশ্য পরে সদ্যোজাতকে দ্রুত উদ্ধার করার ঘটনাকেই বেশি আলোকিত করা হয়েছে। পুলিশি তৎপরতাকে কৃতিত্ব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'আধ ঘণ্টার মধ্যে মায়ের কোল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার শ্রীরামপুরে। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলা এক সদ্যোজাতকে চুরি করে নিয়ে পালিয়েছে দুপুর ১২.০৫ নাগাদ। শ্রীরামপুর থানায় এই খবর পৌঁছয় আজ দুপুর সাড়ে বারোটায়। পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছন থানার আইসি সুখময় চক্রবর্তী নিজেই, জানতে পারেন, ঘুমন্ত মায়ের বিছানা থেকে শিশুটিকে তুলে নিয়ে পালিয়েছে সেই মহিলা। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে ‘শিশু চোর’-কে।'
কীভাবে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে, সেটাও বিস্তারিত বলা হয়েছে ওই পোস্টে। লেখা হয়েছে, 'ফুটেজ থেকে সংগ্রহ করা মহিলার ছবি নিমেষে ছড়িয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। দুপুর ১২.৫০ নাগাদ শুরু হয়ে যায় জায়গায় জায়গায় নাকা চেকিং, এবং মিনিট দশেকের মধ্যেই আসে সাফল্য। একটার সময় শ্রীরামপুর থানারই অন্তর্গত নওগা মোড়ে চেকিং করছিলেন সাব-ইনস্পেকটর পিন্টু নন্দী, সঙ্গে ট্র্যাফিক হোমগার্ড ইলিয়াস শেখ এবং কনস্টেবল দীপু রায়। ছবির সঙ্গে চেহারা মিলে যাচ্ছে, এমন এক মহিলাকে একটি টোটোতে প্রথম দেখতে পান দীপুই, এবং সঙ্গে সঙ্গে সচেতন করেন দুই সঙ্গীকে।'
আধ ঘন্টার মধ্যে মায়ের কোল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার শ্রীরামপুরে
— West Bengal Police (@WBPolice) October 22, 2025
শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলা এক সদ্যোজাতকে চুরি করে নিয়ে পালিয়েছে দুপুর ১২.০৫ নাগাদ। শ্রীরামপুর থানায় এই খবর পৌঁছয় আজ দুপুর সাড়ে বারোটায়। পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছন থানার… pic.twitter.com/hZTgtcbXZK
তার পর? রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনে মিলে আটক করেন ওই টোটো, ধরা পড়ে সন্দেহভাজন। কোলে তখনও সেই সদ্যোজাত। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন আইসি-ও, যিনি স্বয়ং শিশুটিকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। সেই শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।






















