Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধৃত নুরকে জেরায় নতুন তথ্য, হদিশ এক তরুণীরও
গতকাল পুলিশ লেখা বোর্ড গাড়িতে অপেক্ষা করার সময়ে সন্দেহ পুলিশের। পুলিশ লেখা পরিচয়পত্র নকল বলে সন্দেহ করেছিল পুলিশ।

কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধৃত নুর আমিনের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার। গাড়ির ফ্লোর ম্যাটের নীচে ১৫ ইঞ্চির কুকরি উদ্ধার। উদ্ধার হয়েছে একটি বেসবল ব্যাটও। গত ৬-৭ মাস ধরে নাম ভাঁড়িয়ে পুলিশ পরিচয়ে ঘুরছিল নুর আমিন । নুরকে রাতভর জেরা করে মিলল নতুন তথ্য । জেরায় এক তরুণীরও হদিশ মিলেছে।
গতকাল ফের প্রশ্ন উঠেছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। একুশে জুলাইয়ের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় আগ্নেয়াস্ত্র-সহ এক সন্দেহভাজনকে।জানা যায় পুলিশের পরিচয় দিয়ে হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে একটি কালো গাড়ি ছিল। তাতে পুলিশ লেখা বোর্ড সাঁটানো। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই পর্দাফাঁস। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম নুর আমিন। তার থেকে একটি ভোজালি, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাঁর কাছে বিএসএফ-সহ একাধিক এজেন্সির পরিচয়পত্র মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
গতকাল পুলিশ লেখা বোর্ড গাড়িতে অপেক্ষা করার সময়ে সন্দেহ পুলিশের। পুলিশ লেখা পরিচয়পত্র নকল বলে সন্দেহ করেছিল পুলিশ। নুর আমিন নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ । নিজেকে বিএসএফের ডিজি বলে দাবি করেন নুর আমিন । গাড়ি থেকে উদ্ধার আইপিএস লেখা কালো রঙের বেল্ট । মিলেছে রাজ্য পুলিশের স্টিকার লাগানো টুপি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোজালি-মাদক-ভুয়ো আইডি কার্ড নিয়ে কী উদ্দেশ্যে কালীঘাটে? ধৃতের কাছে মিলেছে বিভিন্ন সংস্থার পরিচয়পত্র: পুলিশ কমিশনার । সন্দেহ হতেই অভিযুক্তের কালো গাড়ি ঘিরে ফেলে পুলিশ । আইবি লেখা কার্ড দেখে সন্দেহ পুলিশের, তারপরেই গ্রেফতার । WB06U277 নম্বরের কালো গাড়ি-সহ সন্দেহভাজন গ্রেফতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















