Businessman Death Update: ব্যবসায়ী খুনে নয়া তথ্য, পুলিশের নজরে ধৃতের এক বান্ধবী
West Bengal News: পুলিশের দাবি, উইকেট শুধু নয়, ব্যাট দিয়েও মারা হয়েছিল ব্যবসায়ীকে।
পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: ভবানীপুরের ব্যবসায়ী খুনে (Businessman Death Update) জেরায় নতুন তথ্য। পুলিশের নজরে এবার ধৃত অনির্বাণ গুপ্তর এক বান্ধবী। পুলিশ সূত্রে খবর, ওষুধের জন্য ব্যবসায়ী ভাবিয়া লাখানির থেকে ৫০ লক্ষ টাকা নেন অনির্বাণ। তার থেকে ২০ লক্ষ টাকা ঢুকেছিল তাঁর বান্ধবীর অ্যাকাউন্টে। এই কাজের জন্য খোলা হয়েছিল ভুয়ো ইমেল আইডিও।
ব্যবসায়ী খুনে নয়া তথ্য: ভবানীপুরের ব্যবসায়ী খুনে জেরায় উঠে এসেছে নতুন তথ্য। পুলিশের দাবি, উইকেট শুধু নয়, ব্যাট দিয়েও মারা হয়েছিল ব্যবসায়ীকে। খুনে ব্যবহৃত সেই ব্যাট পরে পাড়ার ছেলেদের বিলি করে দেয় ধৃত অনির্বাণ গুপ্ত। পাশাপাশি তদন্তকারীদের নজরে এবার অনির্বাণের এক বান্ধবী। পুলিশের দাবি, ওষুধ দেওয়ার নামে যে ৫০ লক্ষ টাকা ব্যবসায়ী ভাবিয়া লাখানির কাছ থেকে নেওয়া হয়েছিল, তার মধ্যে ২০ লক্ষ টাকা ঢুকেছিল অনির্বাণের বান্ধবীর অ্যাকাউন্টে। টাকা হাতাতে ভুয়ো মেল ID তৈরি করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ভুয়ো মেল করে অনির্বাণকে জানানো হয়, সব টাকা পেমেন্ট করা হয়ে গেছে। পাল্টা মেল করে ধন্যবাদও জানান অনির্বাণ। এছাড়া, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়ীর দেহ লুকিয়ে রাখার জন্য জলের ট্যাঙ্কের নীচে শুধু পাঁচিল গেঁথেই নিশ্চিন্ত হতে পারেননি অনির্বাণ। দুর্গন্ধ ঢাকতে ১০ ইঞ্চির গাঁথনি তৈরি করা হয়েছিল।
গতকাল নিমতা থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। মৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে দাবি, আগে বালিগঞ্জে শেয়ার ট্রেডিংয়ের অফিস ছিল ভাবিয়ার। সম্প্রতি তিনি ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ নেন। এখন তিনি ওষুধের ব্যবসাই করতেন। বাগড়ি মার্কেটে ছিল তাঁর দোকান। ভাবিয়াকে ওষুধ সরবরাহ করতেন নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্ত(38) নামে এক ব্যবসায়িক অংশীদার। পুলিশ জানতে পেরেছে, অগ্রিম হিসেবে ৫০ লক্ষ টাকা নিলেও ওষুধ সরবরাহ করতে পারেননি অনির্বাণ। তাই নিয়েই ব্যবসায়ীর সঙ্গে বিবাদ শুরু হয়। তদন্তকারীদের অনুমান, সেই বিবাদের জেরে বাড়িতে ডেকে উইকেট দিয়ে পিটিয়ে খুন করা হয় ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাথায় আঘাতের জেরেই মৃত্যু হয়েছে। খুনের আগে গলায় সেলোটেপ পেঁচিয়ে দেওয়া হয়। মুখ ও মাথা ঢেকে দেওয়া হয় প্লাস্টিক দিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Amit Shah On CAA: 'কোনও রাজ্য CAA আটকাতে পারবে না' সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী