News Live : 'দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED-র নজরে দমকলমন্ত্রীর পরিবার।দেশের ৪ শহরে ছিল ধারাবাহিক বিস্ফোরণের ছক। বাংলাদেশ থেকে বহু জঙ্গির অনুপ্রবেশ।সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে NIA হানা।
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 'ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা? শোভন-বৈশাখীকে কোনওদিন কেউ ভাগ্নী-বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ-মন্ত্রীত্ব ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
Delhi Blast: ফরিদাবাদ থেকে দিল্লি, ১ ঘণ্টার রাস্তা আসতে কেন লাগল ৭ ঘণ্টা?
ফরিদাবাদ থেকে দিল্লি, ১ ঘণ্টার রাস্তা আসতে কেন লাগল ৭ ঘণ্টা? ৬ ঘণ্টা কোথায় কোথায় গিয়েছিল i20 গাড়িটি? ঘাবড়ে গিয়েই কি বিস্ফোরণ ঘটায় চিকিৎসক উমর উন নবি? প্রশ্নগুলো ভাবাচ্ছে তদন্তকারীদের। পাশাপাশি, স্ক্য়ানারে রয়েছে উমরের নামে নথিভুক্ত রহস্য়জনক লাল ইকো স্পোর্ট গাড়ি।























