Amit Shah: মানব পাচারের অভিযোগে ১০ রাজ্যে এনআইএ হানা, প্রশংসায় অমিত শাহ
Amit Shah on NIA: এনআইএ-কে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'দেশকে সুরক্ষিত রাখাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। ৫টি আন্তর্জাতিক মানব পাচার মডিউলের পর্দাফাঁস করেছে এনআইএ'।
নয়াদিল্লি: মানব পাচারের অভিযোগে ১০ রাজ্যে হানা দিয়ে তল্লাশি শুরু করেছে এনআইএ (NIA)। জাতীয় তদন্তকারী সংস্থার কাজে প্রশংসায় অমিত শাহ (Amit Shah)। এনআইএ-কে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'দেশকে সুরক্ষিত রাখাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। ৫টি আন্তর্জাতিক মানব পাচার মডিউলের পর্দাফাঁস করেছে এনআইএ। ১০ রাজ্যে একযোগে অভিযান চালিয়েছে এনআইএ, গ্রেফতার ৪৪। দেশের সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে মোদি সরকার বদ্ধপরিকর'।
উল্লেখ্য, মানব পাচারের অভিযোগের তদন্তে নেমে বাংলাসহ দেশের এগারো রাজ্যে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ৩ জায়গায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে NIA। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার, রেশন বণ্টনে দুর্নীতির পর এবার মানব পাচারের অভিযোগ। ফের রাজ্য়ে তল্লাশি ও গ্রেফতারি আরও এক কেন্দ্রীয় এজেন্সির।
৪টি মানব পাচারের মামলায় ত্রিপুরা (Tripura), অসম (Assam), কর্ণাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu), রাজস্থানসহ (Rajasthan) ১০টি রাজ্য়ের পাশাপাশি এ রাজ্য়েও উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় হানা দিল ন্য়াশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সেই সঙ্গে আদালতে এনআইএ বিস্ফোরক দাবি করল, রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্য়বহার করা হচ্ছে। বুধবার ভোর রাত ৩টে থেকে বারাসাতে সঞ্জীব দেব নামে এক ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালায় এনআইএ (NIA)। সকালে ওই ব্য়বসায়ীকে নিয়ে তাঁর ট্যুর ও ট্রাভেলসের অফিসেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
গাইঘাটার ঠাকুরনগরে একটি বাড়িতেও হানা দেয় এনআইএ। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় একজনকে। পাশাপাশি হাবড়ার বানীপুর হিরাপোলেও একটি বাড়িতে হানা দেন এনআইএর তদন্তকারীরা। সঞ্জীব দেব, বিকাশ সরকার ও রাজু রুদ্র নামে ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে ২০ লক্ষ ভারতীয় টাকা এবং ৪ হাজার ৫৫০ ডলার। গোটা দেশে তল্লাশিতে মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ। গতকালই আদালতে বিস্ফোরক দাবি করে NIA। রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে চলছে জঙ্গি কার্যকলাপ। আর এরাজ্যে জঙ্গি মডিউল পরিচালনা করা হচ্ছে পাকিস্তানে বসে! মানবপাচার তদন্তে এনআইএর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর সূত্রের। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
আরও পড়ুন: Plaque Controversy: ফলক-বিতর্কে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে পুলিশের নোটিস