(Source: ECI/ABP News/ABP Majha)
Nisith Attacks Udayan : উদয়নকে 'দিনহাটার গব্বর, হাত ভাঙা মস্তান' বলে কটাক্ষ নিশীথের !
BJP News : বুড়িরহাটে বিজেপির সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে হিসাব বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বুড়িরহাট (কোচবিহার) : এবার দিনহাটার তৃণমূল বিধায়ক (Dinhata TMC MLA) উদয়ন গুহকে (Udayan Guha) 'হাত ভাঙা মস্তান' বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। কোচবিহারের বুড়িরহাটে বিজেপির সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে হিসাব বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যোগ্য জবাব সভা থেকেই দেব, নিশীথ প্রামাণিকের উদ্দেশে পাল্টা হুঙ্কার দিয়েছেন উদয়ন গুহ।
বুড়িরহাটের সভা থেকে নিশীথ প্রামাণিক বলেন, "আপনাদের এখানকার আপনাদের দিনহাটার গব্বর, ফুটো মস্তান, হাত ভাঙা মস্তান। উনি মাঝে মাঝে আমার বাড়ির সামনে একটি চৌপথি আছে ওখানে যান। আমি গাড়ি নিয়ে আসা-যাওয়া করার মাঝে দেখি। মাঝেমধ্যে ওখানে কিছু হার্মাদ, উন্মাদরা থাকত। উনি মাঝেমধ্যে যান। ওখানে গিয়ে হক্কাহুঁয়া করে আসেন। সারা ব্লক থেকে সমস্ত চুনো-পুঁটি নেতাদের নিয়ে গিয়ে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন। বলে আসেন, কালো পতাকা দেখাতে হবে। আমি যেখানেই যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো, আজকে বুড়িরহাট-২ এর বুকে দাঁড়িয়ে আছি। কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে তো পেলাম না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে দেখিও। জবাবটা কীভাবে দিতে হয়, সেটাও তোমাদের দিয়ে দেব। বুড়িরহাটে দেখিয়েছি, সীতাইয়ে দেখিয়েছি।"
নিশীথ প্রামাণিকের পাল্টা উদয়ন গুহ বলেন, "গব্বর সিং বলেছেন। আমাকে নাকি দু'দিন ধরে বলছেন, গব্বর সিং। আমি বললাম, ঠিকই আছে। কারণ, সোনার দোকানের ডাকাতির মামলার আসামি তো। গব্বরের কথাই তাঁর প্রথম মনে আসবে।স্বাভাবিকভাবেই তাই, গব্বর বলেছেন। অন্য কারও কথা তাঁর কী করে মনে আসবে। বাকি যেগুলো বলেছেন, আমাদের সামনে অনেক কর্মসূচি, অনেক জনসভা আছে। ওখানেই প্রয়োজন মনে করলে, দু-একটা কথা বলব। তবে, ওঁকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই।"
এর আগে গত মে মাসে মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানান উদয়ন গুহ। পাল্টা আক্রমণের পথে হাঁটে বিজেপি।
জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে সম্প্রতি একটি পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF। ধরা পড়ে এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জানা যায়।
সেই ঘটনাতেই নিশীথের নাম টানেন উদয়ন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নেন তিনি। মাদককাণ্ডে ধৃতের সঙ্গে নিশীথের একটি ছবি পোস্ট করেন। উদয়নের বক্তব্য, "এখানে যে এমপি-র ডেরা ভেটাগুড়িতে, সেটা হচ্ছে অ্যান্টি সোশালদের ডেন। সেখানে তারা শেল্টার পায়। অবিলম্বে এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।"