North 24 Paragana : কোভিড-সংক্রমণ কমতেই বন্ধ রোগী ভর্তি, গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল খোলার দাবি স্থানীয়দের
North 24 Paragana : করোনা পরিস্থিতি কিছুটা ভাল হতেই, সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতালের কোভিড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে
সমীরণ পাল, গোবরডাঙা (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল খোলার দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। এই হাসপাতালকে করোনার প্রকোপের সময় ৫০ বেডের কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ায় সেই কোভিড হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এনিয়ে গোবরডাঙা পুরসভার চেয়ারম্যানের আশ্বাস, দ্রুত পদক্ষেপ করা হবে।
করোনা পরিস্থিতি কিছুটা ভাল হতেই, সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতালের কোভিড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপর আর অন্যান্য রোগীকে ভর্তি করা হচ্ছে না। চালু আছে শুধুমাত্র আউটডোর। শুধু গোবরডাঙা নয়, বনগাঁ, স্বরপনগর, গাইঘাটার মানুষও এই হাসপাতালের ওপর নির্ভরশীল। সেখানে হাসপাতালে রোগী ভর্তি বন্ধ থাকায়, চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
গোবরডাঙার এক বাসিন্দা বলেন, আমাদের হাসপাতাল চালু করতে হবে। কোভিডের সময় কোভিড হাসপাতাল হিসেবে চালু ছিল। পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল পুরোপুরিভাবে চালুর ব্যবস্থা করা হবে। গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর দত্ত বলেন, আমাদের দেখতে হবে যাতে এটা দ্রুত চালু করা যায়।
এখন দেখার, কবে গোবরডাঙা গ্রামীণ হাসপাতালে পুরোদস্তুর চিকিত্সা পরিষেবা চালু হয়।
প্রসঙ্গত, করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। দেশে ফের কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৬০। শেষ বুলেটিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯। কয়েকটি রাজ্য মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায় তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ১০০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১৯ হাজার ৪৫৩।