Thief Electrocuted: চুরি করতে এসে মর্মান্তিক মৃত্যু চোরের! হাই টেনশনের খোলা তারে পুড়ে গলে গেল দেহ!
North 24 Paragana News: প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চুরি করতে এসে মর্মান্তিক পরিণতি এক চোরের। চুরি করতে এসে বিদ্যুতের হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক চোরের।
এই ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেগঙ্গা থানার অন্তর্গত হামাদামা পেট্রোল পাম্পের বিপরীতে হাড়োয়া বেড়াচাঁপা রোডের ধারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপর গিয়ে দেখা যায় তার মাথার চুল বিদ্যুতের তারে জড়িয়ে রয়েছে। ওই হাই টেনশন বিদ্যুতের পোস্টের পাশেই ছিল একটি স্টিল আলমারির কারখানা।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, ওই স্টিল আলমারি কারখানায় চুরি করতে গিয়েছিল নিহত যুবক। এরপর বেখেয়ালে বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরে স্পর্শ হয়। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিচেই পড়ে তার মৃত্যু হয়। পাশাপাশি ওই যুবক হাদিপুর ঝিকরা দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তবে নাম জানা যায়নি। দেগঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।






















