North 24 Parganas News: মাদক পাচার রুখতে সীমান্তে অভিযান, ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার বিএসএফ-র
Drug Smuggling: সীমান্তে মাদক পাচার! খবর পেতেই অভিযান বিএসএফের। মিলল ৪২০ টি নেশার ওষুধের বোতল। সঙ্গে দু কিলোগ্রাম গাজা। স্বরূপনগরের বিথারী সীমান্তের ঘটনা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সীমান্তে মাদক পাচার (drug smuggling)! খবর পেতেই অভিযান চালাল বিএসএফ (BSF)। দাবি, সেই অভিযান থেকে ৪২০ টি নেশার ওষুধের বোতল মিলেছে। সঙ্গে উদ্ধার দু কিলোগ্রাম গাজা (cannabis)। আজ সকালে স্বরূপনগরের (swarupnagar) বিথারী সীমান্তে ঘটনাটি ঘটে।
কী হয়েছিল?
তখনও পুরোপুরি সকালের আলো ফোটেনি। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথানী সীমান্তে সোনাই নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে। এর পর আর দেরি করেননি সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। অভিযান চালান ওই এলাকায়। আর তার পরই চক্ষু চড়কগাছ। বিএসএফের দাবি, পাচারকারীদের কাছ থেকে দু কিলোগ্রাম গাজার পাশাপাশি ফেনসিডিলের ৪২০ টি বোতলও উদ্ধার হয়েছে। বস্তায় ভর্তি ছিল সেগুলি। বেশিরভাগ পাচারকারীই বাংলাদেশের দিকে পালিয়ে গেলেও দুজন অভিযুক্তকে বাগে পায় বিএসএফ। তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সকালে বারাসত আদালতে পেশ করা হয় ওই দুজনকে।
ফেনসিডিলের নেশা...
এতে ঠিক কী ও কতটা আসক্তি তৈরি হতে পারে তা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তি কত দিন ধরে নেশা করেন। কতটা পরিমাণ নেশার বস্তু সেবন করেন এবং কত বার করেন, এগুলিও দেখার বিষয়। সাধারণ ভাবে ফেনসিডিল আসক্তের জিভ ও নখের নীল দাগ দেখা যায়। মাথা ঘোরা, বমির ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, তড়কা-সহ একাধিক শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। মুড ও আচরণগত পরিবর্তনও দেখা যায় এই ধরনের আসক্তি তৈরি হলে।
পাচারের চেনা পথ...
শুধু মাদক নয়, উত্তর ২৪ পরগনা লাগোয়া বাংলাদেশ-সীমান্ত দিয়ে সোনা পাচারেরও অভিযোগ উঠেছে আগে। দিনচারেক আগেই বনগাঁর গুনারমাঠে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করে বিএসএফ। ইছামতীতে নৌকো করে পাচারের সময় ২১ কোটি টাকার সোনা উদ্ধার হয় বলে খবর। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সোনা পাচারকারীদের। পরে নৌকা থেকেই উদ্ধার হয় ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। সন্দেহভাজন পাচারকারীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন বিএসএফ আধিকারিকরা।
কিন্তু তার পরও
আরও পড়ুন:একসঙ্গে জমিও কেনেন পার্থ-অর্পিতা! তদন্তকারীদের হাতে দলিল! আদালতে দাবি ইডি-র