North 24 Paraganas: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
North 24 Paraganas: ফের তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায়। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা।
সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা): ফের তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একযোগে সরব হল বিরোধীরা। যদিও শাসক দলের দাবি করেছে, 'এমন কিছু হয়ে থাকলে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
দেগঙ্গার বাসিন্দা আলতাফ মণ্ডলের কথায়, 'মেম্বাররা বলছে ১০ হাজারের নীচে কোনও কথা হবে না!' অর্থাৎ টাকা না দিলে মিলবে না পরিষেবা। তাঁদের দাবি, কারও কাছে ৫ হাজার, কারও কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়। তাঁদের আরও অভিযোগ, তৃণমূল নেতাকে কাটমানি না দিলে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির কাজ এগোচ্ছে না। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার, তৃণমূল পরিচালিত চৌরাশী পঞ্চায়েতের সদস্যার স্বামীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠল।
এলাকার ৬০ থেকে ৭০ জন উপভোক্তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেলেও, দ্বিতীয় কিস্তির টাকা তাঁরা পাচ্ছেন না। তাঁদের দাবি কাটমানির ধাক্কায়, পাকা ঘরের স্বপ্ন প্রায়ই ছেড়েই দিয়েছেন। অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির কাজ। শরিফুল মণ্ডল নামে দেগঙ্গার অপর এক বাসিন্দার কথায়, 'টাকা চাইছে মেম্বারের স্বামী। এখন বলছেন ১০ হাজার টাকা দিতে হবে না হলে ঘরের ছবি হবে না। শুধু কাটমানি টাকা ছাড়া কিছু হবে না।' স্বভাবতই দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা।
বারাসতের বিজেপি সাংগঠনিক জেলার সদস্য বলেন, 'কাটমানি দিতে হবে, নাহলে ছবি তোলা হবে না বলে জানানো হচ্ছে। নেতাদের কাটমানি দিচ্ছে না বলে টাকা পাচ্ছে না সাধারণ মানুষ।'
দেগঙ্গার সিপিএম নেতা কাছেদ মণ্ডল জানাচ্ছেন, 'কাটমানির টাকা না দেওয়ায় কাজ হচ্ছে না। পক্ষপাতিত্ব হচ্ছে এবং কাটমানির বিনিময়ে কাজ হচ্ছে।'
যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, 'এমন কিছু হয়ে থাকলে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে।'
চৌরাশী পঞ্চায়েত তৃণমূল নেত্রী ও প্রধান পারভিন সুলতানার কথায়, 'কেউ আমার কাছে কোনও অভিযোগ জানায়নি। এমন কিছু হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিকের কথায়, 'কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। যাদের কাজ আটকে তাদের নানা তথ্য মিলছে না।' যদিও স্বামীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি চৌরাশী পঞ্চায়েতের তৃণমূল সদস্যা।