North 24 Parganas Crime:বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গাইঘাটায়
Aged Person Hacked To Death:বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বৃদ্ধকে কুড়ুল দিয়ে (Aged Person Hacked To Death) কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়(North 24 Parganas Crime)। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পরিতোষ দাস বলে জানিয়েছে পুলিশ। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। বয়স আনুমানিক ৬০ বছর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকায়।
যা জানা গেল...
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কাল রাত ১১টা নাগাদ পরিতোষ বিশ্বাসের বাড়ি ঢুকেছিলেন রবীন্দ্রনাথ। অভিযোগ, বাড়ি ঢুকে উঁকি মারছিলেন তিনি। তাঁকে দেখতে পেয়ে কুড়ুল দিয়ে এলোপাথারি কোপ মারে পরিতোষ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রবীন্দ্রনাথ। তাঁর মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তের স্ত্রী কাকলী দাস বলেন, রবীন্দ্রনাথের তাঁর দিকে দীঘদিনের কু'নজর ছিল। ঘটনার দিন বিকেলেও অসৎ উদ্দেশে তাঁর দিকে তাকাচ্ছিলেন রবীন্দ্রনাথ, এমনই দাবি কাকলির। সবটাই লক্ষ করেছিল স্বামী পরিতোষ। কাকলির দাবি, সে দিন রাতে যখন রবীন্দ্রনাথ বাড়িতে ঢুকে উঁকি মারতে শুরু করেন তখনই তাঁর উপর কুড়ুল নিয়ে হামলা চালায় পরিতোষ। মৃতের স্ত্রী সবিতা মণ্ডলের আবার বক্তব্য, স্বামী তাঁদের সঙ্গে থাকতেন না। তবে তিনি এলাকায় সকলের উপকার করতেন। কী কারনে তাঁকে খুন করা হল, সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই সবিতার। বিবাহ-বহির্ভূত কোনও সম্পর্ক ছিল কিনা, তাও তিনি জানেন না। খুনের কারণ জানতে পুলিশি তদন্ত চান সবিতা। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছেন পরিতোষ।
সল্টলেকে বৃদ্ধার মৃত্য়ু...
মাসখানেক আগে সল্টলেকে কাউন্সিলরের বাড়ির পাশেই রহস্যমৃত্যু ঘটনায় আলোড়ন তৈরি হয়। সে বার এক প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। মৃতার নাম মন্দিরা মিত্র। পরে ডাইনিং রুমে, তাঁর স্বামী যদুনাথ মিত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। সল্টলেকের সেক্টর 3-র GC ব্লকের বাড়িতে সত্তরোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যু ঘিরে হইচই শুরু হয়। স্থানীয়রা জানিয়েছিলেন, ৭৮ বছরের যদুনাথ মিত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চক্ষু-চিকিৎসক। ডাইনিং রুম পড়েছিলেন তিনি, পাশে ছিল অ্যাসিডের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ি থেকে উদ্ধার হয় একটি চিঠি।
আরও পড়ুন:দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক নির্বাচন কমিশন, কী কী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে?