Arjun Singh: অর্জুন সিংকে থানায় তলব, ২৪ ঘণ্টার মধ্যে ৫ টি নোটিস ! এবার কোন পথে BJP নেতা ?
Arjun Singh In HC: অর্জুনকে পুলিশের নোটিস-বাণ, কী প্রতিক্রিয়া বিজেপি নেতার ?

সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌভিক মজুমদার, কলকাতা: অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার পাল্টা, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের। জগদ্দলকাণ্ডের জল গড়াল আদালতে।অর্জুন সিং বলেন, 'বিরোধী দলে আছি বলেই, আমার বিরুদ্ধে FIR দায়ের। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি করে। আজ আবার ডেকে পাঠানো হয়েছে, দাবি অর্জুনের। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন হাইকোর্টে। মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
মূলত, অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে দুপুর ২টোর মধ্যে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য, তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে।এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।
বুধবার ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি। ২৪ ঘণ্টার মধ্যেই এলাকায় ফের বোমাবাজি! ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হতে শুরু করেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের মতো এলাকা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও!এরই মধ্যে বৃহস্পতিবার, একদিনেই অর্জুন সিংকে পাঁচ-পাঁচটি নোটিস পাঠাল পুলিশ। উল্টোদিকে পুলিশের হেনস্থার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।
অন্যদিকে, বুধবার রাতের ঘটনায় সামনে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, জগদ্দলের দিক থেকে সদলবলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মহম্মদ ফিরোজ। প্রায় একই সময়ে, মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, মেঘনা জুটমিলের উল্টোদিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে।
সেই জটলা থেকে গলির ভিতরের দিকে কিছু ছুড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরই গলির ভিতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি। সেদিন ঠিক কী হয়েছিল, তা জানতে প্রথমে , বৃহস্পতিবার সকালে নোটিস করে জগদ্দাল থানায় ডাকা হয় অর্জুন সিংকে। কিন্তু তিনি আসেননি। দুপুরে ফের নোটিস পাঠানো হয়। কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ।
এরপর বিকেলেদের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। জগদ্দল তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, দেখা গেছে লাঠিসোঁটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি। সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে। 'পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং।পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন, তিনি তাঁর লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তা ব্যবহার করেননি।
এরপর বৃহস্পতিবার রাতেই অর্জুন সিংকে একযোগে তিনটে নোটিস পাঠায় পুলিশ। এই হল সেই তিনটি নোটিস। সেখানে তাঁর কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের নথি, কী কারণে তিনি তা নিয়ে গেছিলেন তা জানতে চাওয়া হয়েছে। বুধবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে FIR হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা না হলেও, জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে ফের তলব করা হয়েছে অর্জুন সিংকে।
পাশাপাশি একটি নোটিসে চাওয়া হয়েছে ঘটনার দিন মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মহম্মদ সাদ্দাম বলেন, এই অর্জুন সিংহ কী চায়? সবাইকে নিয়ে গুন্ডা হতে চায়। যখন আমার পায়ে গুলি লাগল তখন বলছে আমার মাথায় মারতে চেয়েছিল। আমি বসে পড়েছিলাম।
আরও পড়ুন, লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, 'লজ্জা..,আপনার পতন হবেই' ! কী বলছেন দিলীপ, সুকান্তরা ?
শুক্রবার দুপুর ২টোর মধ্যে তাঁকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছিল। যদিও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন,দলের কাজে তিনি পাটনায় রয়েছেন। এই অবস্থায় পুলিশি হেনস্থার অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
