(Source: ECI/ABP News/ABP Majha)
Belgharia: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর বালি বোঝাই ট্রাকে আগুন
Belgharia: বর্ধমান থেকে রাজারহাট যাওয়ার সময়, সকাল ৭টা নাগাদ চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। লাফ দিয়ে বাঁচেন চালক ও খালাসি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
সমীরণ পাল, আবীর দত্ত, বেলঘরিয়া: সিসিআর ব্রিজের কাছে এয়ারপোর্টগামী রাস্তায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর বালি বোঝাই ট্রাকে আগুন। বর্ধমান থেকে রাজারহাট যাওয়ার সময়, সকাল ৭টা নাগাদ চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। লাফ দিয়ে বাঁচেন চালক ও খালাসি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এর জেরে এয়ারপোর্টগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়। আচমকা জনবহুল রাস্তায় এভাবে ট্রাকে আগুন ধরতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। সবাই ছুটে আসেন। তবে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পরই ঘটনাস্থলে আসে দমকলের ২ টো ইঞ্জিন। তারা তৎক্ষনাৎ এসে আগুন নেভানোর চেষ্টা করে। দেখা যায় যে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় অগ্নিদগ্ধ হয়ে যায় ট্রাকটি। চাকা দিয়ে অনেকক্ষণ ধরে ধোঁয়া বেরোতে দেখা যায়। ট্রাকের চালক জানিয়েছেন যে, ট্রাকটিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। স্কিট করে গিয়েছিল ট্রাকটি। এই ঘটনার ফলে রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হয়। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, স্পার্কিং থেকে আগুন লেগেছে ট্রাকে। বর্ধমান থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল ট্রাকটি।
কিছুদিন আগেই চলন্ত গাড়িতে আগুন লেগে গিয়েছিল। নিউটাউনে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন লেগে গিয়েছিল কিছুদিন আগে। নিউটাউনের শিরীষবাথানে হঠাৎই একটি গাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন তিন আরোহী। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিছুটা বিক্ষিপ্ত ঘটনা হলেও কিছুদিন আগে অসমের ডিমা হাসাও জেলায় কয়লা বোঝাই পাঁচটি ট্রাক থামিয়ে তোলা আদায়ের চেষ্টা, না দেওয়ায় ২ চালককে গুলি করে, বাকি ৩ জনকে ট্রাকের মধ্যেই পুড়িয়ে মেরেছিল দুষ্কৃতীরা। ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গিদের কাজ বলে সন্দেহ। পুলিশ সূত্রে খবর, ডিমা হাসাও থেকে কয়লা নিয়ে হোজাই জেলায় যাচ্ছিল পাঁচটি ট্রাক। ট্রাক মালিকদের দাবি, মাঝ রাস্তায় ট্রাক থামিয়ে টাকা চায় কয়েকজন দুষ্কৃতী। না দেওয়ায় তারা গুলি চালায়। এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।