Bomb Blast: ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, জখম এক দুষ্কৃতী
North 24 Parganas News: বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে।
সমীরণ পাল, কামারহাটি: ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ (Bomb Blast)। ব্যস্ত সময়ে, কামারহাটির (Kamarhati) জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হল এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। এদিন সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে পুলিশ দাবি করে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও বোমা ছোড়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল জানায়, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।
বোমা বিস্ফোরণ, জখম একাধিক
কামারহাটি থেকে টিটাগড়, কাঁকিনাড়া থেকে মিনাখা,পঞ্চায়েত ভোটের আগে, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বোমা বারুদের আস্ফালন। কোথাও বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে শিশুর। কোথাও বোমায় জখম হয়েছে স্কুল পড়ুয়া। এরইমধ্যে, মঙ্গলবার সকালে, কামারহাটির জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। জখম হন স্কুল পড়ুয়া, মহিলা সহ বেশ কয়েকজন।
কামারহাটির নীলরতন অধিকারী রোড, অত্যন্ত ব্য়স্ত রাস্তা।এদিন সকাল ১১টা নাগাদ হঠাৎ তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জিনিসের ভাঙা টুকরো। আহত হন স্কুল পড়ুয়া, মহিলা সহ বেশ কয়েকজন পথচারী। কিন্তু কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে ধন্দ তৈরি হয়। প্রথমে মনে করা হয়, গ্য়াস রিফিলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে।কিন্তু দমকল এসে জানায়, বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার স্প্লিন্টার। কিন্তু কী কারণে বিস্ফোরণ?
তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্য়াগে করে বোমা নিয়ে য়াওয়া হচ্ছিল। সেই সময় ব্য়াগটি মাটিতে পড়তেই বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রে খবর, ব্য়াগটি যাঁর পিঠে ছিল, তিনি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন। তাঁকে আরজি কর মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি ২ পথচারী ভর্তি রয়েছেন কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজে। এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য়ের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
আরও পড়ুন: North 24 Parganas: বেলঘরিয়ায় তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার
'রাজ্যে বোমার কুটিরশিল্প', কামারহাটিতে বোমা বিস্ফোরণের ঘটনায় কটাক্ষ দিলীপ ঘোষের। 'বোমা-বন্দুকের রাজত্ব', মন্তব্য সুজন চক্রবর্তীর। এদিন, ঘটনাস্থলে আসেন, ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। নমুুনা পরীক্ষা করবে ফরেন্সিক বিভাগ।