Sandeshkhali Incident: সন্দেশখালিতে শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতে CBI
CBI In Sandeshkhali : শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতে গিয়েছে সিবিআই...
উত্তর ২৪ পরগনা: ইডির ওপর হামলাকাণ্ডে ফের সন্দেশখালিতে অভিযান চালাল সিবিআই (CBI) । মূলত বহুদিন ধরে অধরা থাকার পর সদ্য গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। ইতিমধ্যেই এই মামলায় সক্রিয় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতে গিয়েছে সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা।
এদিন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাফুজার মোল্লার বাড়িতেও নোটিস পাঠানো হয়েছে। মাফুজার মোল্লাকে কাল সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ। পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল আলিম মোল্লাকে সিবিআই তলব। হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস সিবিআইয়ের। আবু হোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লার বাড়িতে দ্বিতীয়বার নোটিস। অপরদিকে, একইদিনে সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছে। এদিকে রাত পেরোলেই সিবিআই হেফাজত শেষে আগামীকাল শেখ শাহজাহানকে বসিরহাট কোর্টে পেশ করা হবে।
কলকাতায় নিজাম প্যালেসে দিনভর ব্যস্ত রইলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অন্যদিকে, এই মামলায় নোটিস দিতে সিবিআইয়ের টিম পৌঁছে গেল ন্যাজাট থানা এলাকার বিভিন্ন গ্রামে। শেখ শাহজাহান এবং অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে গত ৫ মার্চ যে মামলা দায়ের করা হয়েছিল,সেই মামলাতেই, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য, একে একে নোটিস ধরানো হল শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ, ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজনকে।
৫ জানুয়ারি, এখানেই, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে চালাতে এসে আক্রান্ত হন ইডির অফিসারেরা। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রক্তাক্ত হন।সেই ভিটেতেই গিয়ে এদিন নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের আধিকারিকরা। আলমগীর ছাড়াও, এদিন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ,সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা-সহ বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। রাতে সিবিআইয়ের ওই টিমটি গিয়ে পৌঁছয় সন্দেশখালি থানায়।
আরও পড়ুন, কীভাবে খুন ভবানীপুরের ব্যবসায়ী, কেন খুন ?
এদিনই বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়ে সিবিআইয়ের তরফে, ED-র ওপর হামলা সম্পর্কিত মামলায় যে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তাঁদের 'শোন অ্যারেস্ট' ও হেফাজতে চাওয়ার জন্য আদালতে হাজির করা এবং কিছু ডিভাইস থেকে ডেটা সংগ্রহের প্রয়োজন বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। এই দুটি আবেদনই মঞ্জুর করেন বিচারক। ৭ জনকে হেফাজতে চেয়ে আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আদালতে পেশ করার আগে, এদিন শেখ শাহজাহানকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। এদিনই নিজাম প্যালেসে গিয়ে ED-র অফিসাররা মামলা সম্পর্কিত নথি সিবিআইয়ের কাছে জমা দেন।