Dengue : উত্তর ২৪ পরগণার দিকে দিকে ডেঙ্গি আতঙ্ক, সামাল দিতে কী পদক্ষেপ? কী করবেন আপনি?
Dengue Panic in West Bengal : বিধাননগর পুর এলাকায় ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৩৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বরানগরে ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১৮।
![Dengue : উত্তর ২৪ পরগণার দিকে দিকে ডেঙ্গি আতঙ্ক, সামাল দিতে কী পদক্ষেপ? কী করবেন আপনি? Dengue North 24 Pargana Panic, Steps to be taken to get rid of Mosquito-Borne Disease Dengue : উত্তর ২৪ পরগণার দিকে দিকে ডেঙ্গি আতঙ্ক, সামাল দিতে কী পদক্ষেপ? কী করবেন আপনি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/13/916de58d4036faf1e9d075bca76f89d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, রঞ্জিত সাউ, উত্তর চব্বিশ পরগণা: ড্রোনের (Drone) সাহায্যে বাড়ির ছাদে নজরদারি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার। বিধাননগর (Bidhannagar) ও বরানগর (Baranagar), দুই পুরসভার দুই উদ্যোগ। এই পদক্ষেপের কারণ, করোনার (Coronavirus) আবহে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। দু’টি পুরসভা সূত্রে খবর,
- বিধাননগর পুর এলাকায় ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৩৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
- বরানগর পুর এলাকায় ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১৮।
- এই অবস্থায় সোমবার ডেঙ্গি মোকাবিলায় আকাশে ড্রোন ওড়াল বিধাননগর পুরসভা।
এদিন দুপুরে AK ব্লকে ড্রোন উড়িয়ে দেখা হয়, কোনও বাড়ির ছাদে জল জমে রয়েছে কি না। বাড়ির ছাদ, ফাঁকা জায়গা, অলি গলিতে ড্রোনের সাহায্যে নজরদারির পাশাপাশি পুরকর্মীরা রাস্তার ধারের নর্দমায় মশা মারার তেল স্প্রে করেন। আশেপাশে ধোঁয়া দেওয়া হয়।
আরও পড়ুন :
Dengue: ডেঙ্গি থেকে ম্যালেরিয়া, কোভিডের পাশাপাশি উদ্বেগ মশাবাহিত অসুখেও
তৃণমূল নেত্রী কৃষ্ণা চক্রবর্তী জানান, ডেঙ্গি রুখতে অভিযান চালানো হয়েছে। যাদের অনিয়ম ধরা পড়বে, তাদের নোটিস পাঠানো হবে।
বরানগর পুরসভার ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বেশি। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি ডেঙ্গি সচেতনতা বাড়াতে প্রচার করেন। বিলি করা হয় লিফলেট। ওয়ার্ডে স্প্রে করা হয় মশা মারার তেল। পুরসভার এই পদক্ষেপ কতটা কাজ দেয়, ডেঙ্গি কতটা নিয়ন্ত্রণে আসে, সেটাই এখন দেখার।
করোনার পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও। বরানগর পুরসভা সূত্রে খবর, এবছর ওই পুর এলাকায় ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এই পরিস্থিতিতে বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর ডেঙ্গি বিরোধী প্রচার চালান। নালা-নর্দমায় ছাড়া হয় গাপ্পি মাছ। এমনকী, রাস্তায় মশারি টাঙিয়ে চমকপ্রদ প্রচারে সতর্ক করা হয় ডেঙ্গির বিপদ সম্পর্কে।
যদিও এখনও মশার উপদ্রব কমেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। কলকাতা পুরসভার ভোট আগামী ১৯ ডিসেম্বর। এরপর ভোট হওয়ার কথা কলকাতার লাগোয়া বরানগর পুরসভাতেও। তার আগে ওয়ার্ড কোঅর্ডিনেটের প্রচার নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা।
ডেঙ্গির প্রকোপ কি কমবে? এটাই এখন প্রশ্ন বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)