North 24 Parganas:মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদার 'দাবি', রিসর্টে হামলায় অভিযুক্ত ব্লক তৃণমূল সভাপতির ভাই
Attack In Resort: কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রিসর্টে চাঁদার জুলুম। মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রিসর্টে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে।
সমীরণ পাল, রহড়া: কল্যাণী এক্সপ্রেসওয়ের (kalyani expressway) ধারে রিসর্টে (resort) চাঁদার (donation) জুলুম। মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রিসর্টে হামলা, কর্মীকে (worker assault) মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। গত কাল সন্ধেয় রহড়ার বন্দিপুরের এক রিসর্টে ঘটনাটি ঘটেছে।
কী ঘটেছিল?
অভিযোগ, গতকাল সন্ধেয় রহড়ার বন্দিপুরের রিসর্টটিতে তৃণমূলের খড়দা ব্লক সভাপতির ভাইয়ের নেতৃত্বে জনা চল্লিশ যুবক তাণ্ডব চালায়। রিসর্ট মালিকের দাবি, চাঁদার জুলুম নতুন ঘটনা নয়। এর আগেও ঘটেছে। রাতেই রহড়া থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাই তেহের আলি পুরকাইত-সহ ২ জনকে। বিষয়টি নিয়ে তুমুল রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। বিজেপির কটাক্ষ, তোলা না পাওয়ায় হামলা চালানো হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। পাল্টা রিসর্ট মালিকের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্থানীয় ক্লাবের।
আর যা...
অভিযোগ, তৃণমূলের খড়দা ব্লক সভাপতির সুকুর আলি পুরকাইতের ভাই প্রথমে ৫০ হাজার টাকা চাঁদা চান। তার পর দলবল নিয়ে গিয়ে তাণ্ডব চালান, এমনও দাবি। শুধু তা-ই নয়, রিসর্টে যাঁরা এসেছেন তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। রিসর্টের বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগও উঠেছে। ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। আক্রান্ত রিসর্টের মালিক কাঞ্চন দে-র কথায়, 'দলবল নিয়ে এসে ওরা বলে এখনই ৫০ হাজার টাকা দিতে হবে। ...জমিটাকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, এবার হোটেল ভাঙচুর করল।' তাঁর দাবি, সব রকম নথিপত্র থাকা সত্ত্বেও এই ধরনের জুলুম চলেছে তাঁর উপর। শোনা যাচ্ছে, মেলার জন্য চাঁদা চেয়েই এই জুলুম। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহপ আলির বক্তব্য, 'সকলের সহায়তায় এই মেলাটি হয়। যুবকরা সেই জন্য আর্জি জানিয়েছিলেন।' তবে কোনও নির্দিষ্ট অঙ্কের অনুদান চাওয়া হয়নি বলেই দাবি তাঁর। ১০ ফেব্রুয়ারি সেই মেলা শেষ হয়ে গিয়েছে। উপপ্রধানের দাবি, সম্ভবত মেলার অনুদান বাবদ এই রিসর্ট-ব্যবসায়ীর তরফে কিছু দেওয়া হয়নি। সেটি আনতে গিয়েছিলেন স্থানীয় যুবকরা। তখনই 'মনোমালিন্য' হয়, দাবি তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের। কিন্তু সেই 'মনোমালিন্য' থেকে এমন অভিযোগ?এর মধ্যে ব্লক তৃণমূল সভাপতি জানিয়ে দিয়েছেন, ভাই কী করেছেন তিনি জানেন না। দলের সঙ্গে গোটা ঘটনার কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাঁর। সব মিলিয়ে তীব্র চাপানউতোর।
আরও পড়ুন:ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগে তুলকালাম আসানসোলের লালগঞ্জ