Madan Mitra: নির্দোষদের ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে, বিজয়া সম্মিলনীতে 'বিস্ফোরক' মদন মিত্র
TMC MLA Threatens: 'যাঁরা নির্দোষ, তাঁদের ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে', বেলঘরিয়ায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'যাঁরা নির্দোষ (Innocents), তাঁদের ফাঁসানোর (frame) চেষ্টা করলে আগুন (fire) জ্বলবে', বেলঘরিয়ায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra)। তাঁর মতে, যে অন্যায় করবে ইডি সিবিআই তাকে ধরুক। কোনও অসুবিধা নেই। কিন্তু নির্দোষদের ফাঁসানোর চেষ্টা হলে পরিস্থিতি যে ভাল হবে না, সে কথা স্পষ্ট তাঁর কথায়।
কী বললেন মদন?
কামারহাটির ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এদিন। সেখানে পুত্র ও পুত্রবধূকে নিয়ে এসেছিলেন মদন মিত্র। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, 'কালীপুজোর পর বিজেপি রাজ্যের সরকারের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে যা হচ্ছে, মোটেও ঠিক না।' এর পরই চলে আসেন প্রাক্তন সতীর্থ তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়। কটাক্ষ হেনে বলেন, 'আমি শুভেন্দুর মতো পালিয়ে যাব না। বিজেপি ও সিপিএম এক হয়ে শলা-পরামর্শ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরালো আঘাত হানতে চাইছে। কিন্তু আমরা তৃণমূলের নেতা-কর্মীরা হাতে হাত রেখে এর মোকাবিলা করব।' তবে শুধু এতেই থামেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের ভূমিকা নিয়ে হুঁশিয়ারির পাশাপাশি জানান, যে কোনও পরিস্থিতিতে তিনি বাংলার মানুষের পাশে থাকবেন। তাঁর কথায়, ' মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নয়। বিজেপির বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, সাধারন মানুষের বিধায়ক। আমাকে ফোন করলেই আমি আপনাদের কাছে পৌঁছে যাব।' তবে যে ভঙ্গিমায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেটিই আপাতত শিরোনামে। প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।
আগেও আলোচনায়...
দিনছয়েক আগেই মদন বলেন, 'কারও বিরুদ্ধে বলতে গেলে গান গেয়ে বলব। আমার বিরুদ্ধেও কিছু বলতে গেলে গান গেয়ে বলুন।' রাজনৈতিক নেতাদের তরজা নিয়ে নতুন করে সুর বেঁধে দিলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, 'রাজনৈতিক নেতাদের যে বিতর্ক, সেটা এমন একটা লেভেলে চলে গেছে, পাড়ার কুকুররা যে ঘেউ ঘেউ করে, ওরাও এত অসভ্যতা করে ঘেউ ঘেউ করে না। রাজনৈতিক নেতারা একে অপরকে যেরকম গালাগালি দিচ্ছে।' স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, গরু পাচার, কয়লা পাচার মামলা। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে, রাজনৈতিক নেতাদের তরজা চরমে। তাতে শাসকদলের নেতারা যেমন আছে, তেমনই আছেন বিরোধী দলের নেতারাও। এই প্রেক্ষাপটে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মুখ খোলেন মদন। যদিও সেই মন্তব্য নিয়েও রাজনৈতিক তরজা চরমে উঠেছিল।
আরও পড়ুন:বিদেশযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শ্যালিকা মেনকা