Kamarhati Municipal Election 2022 : রণক্ষেত্র কামারহাটি, 'বাইকে চড়ে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি'
Kamarhati Municipal Election 2022 : কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবুপ্রসাদ পাল , কামারহাটি : শনিবার থেকে উত্তপ্ত ছিল কামারহাটি। উঠেছিল বোমাবাজির অভিযোগ। ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। যাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম, দু’দলের দুই প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে ওঠে। রবিবার ভোটগ্রহণের আগে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির পরিস্থিতি । পুরভোটের আগের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে বাঁশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বলে অভিযোগ। র্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়
পুরভোটের দিনটাও শান্তিপূর্ণ গেল না। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। একের পর এক মোটরবাইক, গাড়ি ভাঙচুর! বোমাবাজি। পুরভোটকে কেন্দ্র করে দফায় দফায় রবিবার উত্তপ্ত হয়ে উঠল, উত্তর চব্বিশ পরগনার কামারহাটি। ভোটের মাঝবেলায় রণক্ষেত্রের চেহারা নেয় ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শনিবার রাত থেকেই তৃণমূল প্রার্থী অনুগামী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। এদিন সকালে তাঁদের সঙ্গে আসা দুষ্কতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা তাড়া করলে মোটরবাইক ও গাড়ি ফেলেই পালায় তারা। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা তাড়া করলে মোটরবাইক ও গাড়ি ফেলেই পালায় তারা। নর্দমায় উল্টে ফেলে দেওয়া হয় মোটরবাইক। আরও কয়েকটি মোটরবাইক, স্কুটারে ভাঙচুর চালানো হয়।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবার নজর উত্তর ২৪ পরগনায়। বারাসাত, ব্যারাকপুর, ভাটপাড়া খড়দা, কামারহাটি, বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মোট ৬৪৬টি ওয়ার্ডের মধ্যে ৬২৯ টিতে ভোটগ্রহণ রবিবার। নির্ধারিত হবে ২ হাজার ৩০৪ প্রার্থীর ভাগ। মোট ৪ হাজার ৩১টি বুথে ভোটগ্রহণ, নিরাপত্তায় ব্যারাকপুর কমিশনারেট মোতায়েন ১২ হাজার পুলিশকর্মী। রয়েছে ১৫টি করে QRT ও HRFS। বারাসাত পুলিশ জেলায় রয়েছে ৩ হাজার পুলিশ কর্মী। আর বনগাঁ পুলিশ জেলায় ৬০০ পুলিশ ভোটের নিরাপত্তার দায়িত্বে।