Kamarhati Municipal Election : কামারহাটিতে কি বরফ গলল? হুডখোলা গাড়িতে প্রচারে পাশাপাশি সৌগত ও মদন-পুত্র
Sougata Roy & Madan Mitra Son : হুড খোলা গাড়িতে বিধায়ক মদন মিত্রের ছেলে শুভজিৎ মিত্র ও প্রার্থী কালামউদ্দিন আনসারিকে সাথে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন সাংসদ সৌগত রায়।
সমীরণ পাল, কামারহাটি : পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী কালাম উদ্দিন আনসারী সমর্থনে বুধবার সন্ধেয় প্রচার মিছিলে অংশ নিলেন সাংসদ সৌগত রায় (Sougata Roy)। হুড খোলা গাড়িতে বিধায়ক মদন মিত্রের ছেলে শুভজিৎ মিত্র ও প্রার্থী কালামউদ্দিন আনসারিকে সাথে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন সাংসদ সৌগত রায়।
কামারহাটিতে (Kamarhati) তবে কি বরফ গলল? মদন-পুত্রকে (Son Of Madan Mitra) সঙ্গে নিয়ে পুরভোটের প্রচারে নামলেন সৌগত রায়। বুধবার কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এর আগে প্রার্থী অসন্তোষ নিয়ে সৌগত রায়ের বিরুদ্ধে বিষোদগার করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও এদিন প্রার্থী অসন্তোষ নিয়ে বিরোধিতার কথা অস্বীকার করেন সৌগত রায়।
আরও পড়ুন :
Madan Mitra: ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের
সম্প্রতি প্রকাশ্যে চলে আসে তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা মদন মিত্র ও সৌগত রায়ের দ্বন্দ্ব! কামারহাটিতে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ । তার জেরেই তৃণমূল সাংসদ সৌগত রায়কে লাগাতার নিশানা করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে বিধায়ক বলেছিলেন ' একজন নেতা, বার বার এখানে এক কথা বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে ভুল বোঝান। কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন। আর শুধু লুঙ্গি পরে বসে বসে কাজু খান, কাবাব খান ' । তির যে সৌগত রায়ের দিকেই, কারও বুঝতে বাকি ছিল না। জবাবে সৌগত রায় বলেন , ' যে সব নোংরা জঘন্য কথা বলছে, তার জবাব দিতে রুচিতে বাধে, কেউ গালাগাল দিয়ে, নোংরা কথা বলে, আমাকে রাজনীতি থেকে সরাতে পারবে না, তাহলে ৬৫-৬৬ থেকে একটানা রাজনীতি করতে পারতাম না ' ।
এরপর আবার মদন মিত্রকে শো কজ করা হতে পারে বলে খবর মেলে। তখনও স্বমেজাজেই পাওয়া যায় মদনকে। বলেন, 'দল তাড়ালে চলে যাব। অন্য দলে তো যাব না। সিনেমার অফার আছে, যাব'। সেই সঙ্গে তিনি জানান, কাউকে নির্দিষ্ট করে তিনি রোগা বা মোটা বলেননি।