Kharda By Poll : জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিন্হার বাড়িতে বিজেপি প্রার্থী! পেলেন তাঁর স্ত্রীর 'আশীর্বাদ'
সমালোচনা উড়িয়ে নন্দিতা সিনহা বলেন, ' আমার দিক থেকে, আমি ওনাকে আশীর্বাদ করেছি, নির্বাচনে জিততে পারে'
৩০ অক্টোবর খড়দা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে প্রচারে বেরিয়ে রাজনৈতিক সৌজন্য গিয়ে তৈরি হল বিতর্ক। খড়দা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটপর্বের মধ্যেই তাঁর মৃত্যু হয়। খড়দহের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা প্রচারে বেরিয়ে গেলেন তাঁরই বাড়ি। তিনি শান্তিনগরে খড়দহ বিধানসভার বিধায়ক কাজল সিনহার বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী নন্দিতা সিনহার কাছ থেকে আশীর্বাদ চান । প্রয়াত কাজল সিন্হার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি প্রার্থী! নন্দিতা আশীর্বাদ করে বলেন, ' আশীর্বাদ করছি, যেন ওনার স্বপ্ন পূরণ করতে পার।' এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কেন, দলের দায়িত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও এমন কথা বললেন নন্দিতা ? তাই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
যদিও বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, ' প্রচারে বেরিয়েছি, আর ওনার বাড়িতে আসব না, তা হতে পারে না। শ্রদ্ধেয় কাজলবাবুর প্রয়াত হওয়ার কারণেই, আজকে এই উপনির্বাচন। উনি আমাকে বললেন, যে আগামী জীবনের জন্য যেন স্বচ্ছ রাজনীতি করতে পারি, সে জন্য আশীর্বাদ করেছেন।'
আরও পড়ুন : আজ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস, জেনে নিন গুরুত্ব
সমালোচনা উড়িয়ে নন্দিতা সিনহা বলেন, ' আমার দিক থেকে, আমি ওনাকে আশীর্বাদ করেছি, নির্বাচনে জিততে পারে এবং পরবর্তী কাজগুলো যেন করতে পারে। এটা আমাদের দলের শিক্ষা, কোনও প্রার্থীকে কোনও দলকে আমরা অপমান করব না।'
তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' নন্দিতা তো আমাদের দলের কর্মী, সে এখন দলের নেত্রী, খড়দা বিধানসভার মহিলা তৃণমূলের সভানেত্রী, তিনি তাঁকে সুস্থতার জন্য বলতে পারেন, কিন্তু জয়ী বলতে পারবেন না।'
আরও পড়ুন : তছনছ সবকিছু , শূন্য মণ্ডপেই পুজো পুরোহিতের, বাংলাদেশের ভিডিও ভাইরাল
এত বিতর্কে না গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, ভালই তো সৌজন্য দেখিয়েছে !
সবমিলিয়ে সৌজন্য রাজনীতি ঘিরে তুঙ্গে তর্জা।