International Day For Eradication Of Poverty : আজ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস, জেনে নিন গুরুত্ব
লক্ষ্য, দারিদ্র্য মোকাবেলা এবং আর্থিক দুর্দশা নির্মূলের উপায়গুলি নিয়ে চর্চা করা ও উদ্যোগ নেওয়া
আজ International Day for the Eradication of Poverty। প্রতি বছর, এই দিনটি আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিনটি বিশ্বব্যাপী দারিদ্র্য, হিংসা এবং ক্ষুধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়। লক্ষ্য, দারিদ্র্য মোকাবেলা এবং আর্থিক দুর্দশা নির্মূলের উপায়গুলি নিয়ে চর্চা করা ও উদ্যোগ নেওয়া। দারিদ্র্যের সঙ্গে নিরন্তর সংগ্রাম যাঁদের, তাঁদের স্বীকৃতি দেওয়ার দিনও এটি।
এই দিনটি প্রথম ১৯৮৭ সালে প্যারিসে পালন করা হয়। এ বছর এই দিনটির থিম (International Day for Eradication of Poverty 2021) “Building Forward Together: Ending Persistent Poverty, Respecting all People and our Planet” অর্থাৎ একসঙ্গে এগিয়ে যাওয়া: স্থায়ীভাবে দারিদ্র্য সমস্যার অবসান ঘটানো, সব মানুষ এবং পৃথিবীকে সম্মান করা।
আরও পড়ুন : তছনছ সবকিছু , শূন্য মণ্ডপেই পুজো পুরোহিতের, বাংলাদেশের ভিডিও ভাইরাল
আরও পড়ুন : '' অচিরে চরম মূল্য দিতে হবে বিজেপিকে '', ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি নেতার
ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট অনুসারে, করোনাকালে দারিদ্র্যের প্রকোপ বেড়েছে ভয়ঙ্কর হারে। অতিমারী ৮৮ থেকে ১১৫ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। এটি ২০২০ সালের হিসেব। বিশ্ব ব্যাঙ্কের আশঙ্কা, এই বছর সংখ্যাটা ১৪৩ থেকে ১৬৩ মিলিয়নে পৌঁছতে পারে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্পাদক অ্যান্তোনিও গুইটারস (UN chief Antonio Guterres ) শুক্রবার জানান, পৃথিবীজুড়ে ভয়ঙ্কর আর্থিক অনটন চলছে। ভয়ঙ্কর হচ্ছে দারিদ্র্যের গ্রাস। সারা বিশ্বের অর্থনীতিকি প্রবলভাবে ধাক্কা দিয়েছে অতিমারী পরিস্থিতি। সেই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রকে ভয়ঙ্কর ভাবে আঘাত করেছে এই ভাইরাসের থাবা।
আরও পড়ুন : 'সবার বিনাশ, মূল্যবৃদ্ধির বিকাশ' , পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে রাহুলের কটাক্ষ
আরও পড়ুন : আট দিন বন্ধ থাকার পর আজ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ