North 24 Parganas: বৃষ্টির মধ্যেই বজ্রপাত! দেগঙ্গায় বাজ পড়ে মৃত্যু যুবকের
West Bengal News: সূত্রের খবর, জীবনপুর বাজারে একটি আমের গুদামে ১০-১২ জন মিলে কাজ করছিল। বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয় দেগঙ্গায়।
সমীরণ পাল, দেগঙ্গা: বাজ পড়ে দেগঙ্গায় (Deganga) মৃত্যু হল এক যুবকের। পেশায় দিনমজুর মৃত ওই যুবকের নাম কুদ্দুছ মণ্ডল (২৪)। মৃত যুবক দেগঙ্গা চৌরাশী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া মাঝের পাড়ার বাসিন্দা।
দেগঙ্গায় মৃত্যু হল এক যুবকের: সূত্রের খবর, জীবনপুর বাজারে একটি আমের গুদামে ১০-১২ জন মিলে কাজ করছিলেন। বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয় দেগঙ্গায়। হঠাৎই মাটিয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা পরিবারের শোকের ছায়া নেমেছে।
বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। পূর্ব বর্ধমানের ভাতার, কালনা, খণ্ডঘোষ ও মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন একজন। মুর্শিদাবাদের সালারে দুপুরে একটি খামারে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় বাজ পড়লে ২ জনের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরেও ঘটেছে বাজ পড়ে মৃত্যুর ঘটনা। শালবনী থানার বাগমারিতে একজন এবং চন্দ্রকোণা থানার যাদবনগর গ্রামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঝোড়ো হাওয়ায় ঝাড়গ্রামের গড়মোহানি সহ বিভিন্ন জায়গায় উড়ে যায় একাধিক বাড়ির ছাউনি। বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতি হয় ফসলের। জমি থেকে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার।
অসহ্য গরমের মধ্যে মিলল স্বস্তি। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে হল মুষলধারে বৃষ্টি, সঙ্গে তীব্র ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হয়েছে শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে বঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। তবে এই স্বস্তি দীর্ঘমেয়াদি নয়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার তাপমাত্রাও বাড়বে। তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।
আরও পড়ুন: Dream Interpretation : স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?