Weather Update: আসছে মোকা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?
Weather Forecast: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উল্টে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। গভীর নিম্নচাপ হয়ে তা উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় শক্তিশালী হয়ে কোন দিকে এগোয় সেদিকেই নজর রাখছে মৌসম ভবন।
এই নিম্নচাপের প্রভাব আন্দামান নিকোবরে পড়তে শুরু করবে আগামীকাল থেকেই। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা জারি আবহাওয়া দফতরের। পর্যটকদের জন্য সতর্কবার্তা। সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। রবিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ভেসেল চলাচল ও সমুদ্রপাড়ে কোনও কাজ বন্ধ রাখতে নির্দেশ। ভারী থেকে অতি ভারী এমনকি প্রবল বৃষ্টির সম্ভাবনা দ্বীপপুঞ্জে। ৬০ কিলোমিটার থেকে শুরু করে ৯০ এবং কোথাও কোথাও ১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
06-May | 27.0 | 35.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
07-May | 27.0 | 36.0 | Partly cloudy sky | |
08-May | 28.0 | 37.0 | Mainly Clear sky | |
09-May | 28.0 | 38.0 | Mainly Clear sky | |
10-May | 28.0 | 39.0 | Mainly Clear sky | |
11-May | 28.0 | 39.0 | Mainly Clear sky | |
12-May | 28.0 | 38.0 | Partly cloudy sky |
সিকিম থেকে ঝাড়খন্ড পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম বাড়বে। গরম বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি হতে পারে। জেলায় ৪০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা যেতে পারে। আগামী ৭ দিনে অন্তত তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর