Municipal Election 2022: আপেলের ঝুড়ি হাতে রাস্তায় প্রার্থী, অভিনব প্রচার বাদুড়িয়ায়
North 24 Parganas News: কোথাও স্বামীর ভ্যানে চেপে প্রচার সারছেন প্রার্থী। কোথাও আবার প্রার্থী নিজের নির্বাচনী প্রতীক আপেল বিলি করছেন বাড়ি বাড়ি। শেষবেলায় তুঙ্গে ১০৮ পুরসভার প্রচারপর্ব।
সমীরণ পাল ও ঋত্বিক প্রধান: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর নির্বাচনী প্রতীক আপেল। প্রচারে বাড়ি বাড়ি যখন ঘুরছেন তখন সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন আপেল। জয়ের ব্যাপারে নির্দল প্রার্থী আশাবাদী হলেও গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে কাঁথি পুরসভায় স্বামীর ভ্যানে চেপে প্রচার সারছেন স্ত্রী।
কোথাও স্বামীর ভ্যানে চেপে প্রচার সারছেন প্রার্থী। কোথাও আবার প্রার্থী নিজের নির্বাচনী প্রতীক আপেল বিলি করছেন বাড়ি বাড়ি। শেষবেলায় তুঙ্গে ১০৮ পুরসভার প্রচারপর্ব। মেলেনি তৃণমূলের হয়ে লড়ার টিকিট। তাই নির্দল হিসেবে ভোটের ময়দানে নেমেছেন তিনি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে ভোটের ময়দানে নেমেছেন জাহানারা বিবি। তাঁর নির্বাচনী প্রতীক আপেল। আপেলের ঝুড়ি হাতেই রাস্তায় নেমেছেন প্রার্থী।
ভোট চাইতে মানুষের দুয়ারে দুয়ারে যখন কড়া নাড়ছেন, তখনই তাঁদের হাতে তুলে দিচ্ছেন আস্ত আপেল। সঙ্গে লিফলেট। নির্দল প্রার্থী জাহানারা বিবির কথায়, “মানুষের জন্য কাজ করতে চাই। তাই জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। গোটা গ্রামবাসী আমার সঙ্গে আছে তাই তৃণমূল অবশ্যই পরাজিত হবে।‘’ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি। ওই ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিজানুর মণ্ডল বলেন, “২৭ তারিখের পর আপেল পচে যাবে। এসব করে কোনও লাভ নেই।‘’
চতুর্দিকে যখন বর্ণাঢ্য প্রচারের ধুম, ঠিক তখনই স্বামীর ভ্যানে চেপে সাদামাটা প্রচার করছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী। বিলি করছেন লিফলেট। কাঁথি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী নিন্নাহার বিবি বলেন, “জয়ের ব্যাপারে আশাবাদী, স্বামীর ভ্যানে চেপে যাচ্ছি। ভালো সাড়া পাচ্ছি।’’ রবিবার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। ফল জানা যাবে ২ মার্চ।
আরও পড়ুন: Purba Bardhaman: গরুর গাড়িতে করে বিয়ে করতে গেলেন! রাতারাতি বিখ্যাত বুদবুদের যুবক