North 24 Paragana: রাজ্যে করোনার তৃতীয় ঢেউ রুখতে বিশেষ উদ্যোগ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের
এসডিপিও সৌমজিৎ বড়ুয়া এবং আই সি অজয় কুমার সিংহ জানান যে বিশেষজ্ঞরা মনে করছেন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে তৎপর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এবারে সেভ ড্রাইভ সেভ লাইফ এই অভিযানে নেমে করোনা সচেতনতায় প্রচার করলেন দেগঙ্গা এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, দেগঙ্গা থানার থানার আইসি অজয় কুমার সিংহ।
আজ দেগঙ্গা বেড়াচাঁপা চৌমাথাতে টাকি রোডের উপরে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর একটি মিছিল বের হয়। পথচলতি মানুষদেরকে যেমন সচেতন করা হয় তেমনি দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া আইসি অজয় কুমার সিংহ টাকি রোডের যাতায়াতকারী অটো ট্রাক দাঁড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগিয়ে দেন।
পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে তাই পথচলতি মাস্ক বিহীন যে সমস্ত মানুষ রাস্তায় রয়েছেন তাঁদেরকে দাঁড় করিয়ে মাস্ক পরিয়ে দেন পুলিশ আধিকারিকরা। এসডিপিও সৌমজিৎ বড়ুয়া এবং আই সি অজয় কুমার সিংহ জানান যে বিশেষজ্ঞরা মনে করছেন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সবথেকে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে করোনার ডেল্টা প্লাস ভাইরাস।
তাই টাকি রোডের উপরে আজ সকাল থেকে মানুষকে যেমন সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার ও সচেতন করা হচ্ছে তেমনি মাস্ক ছাড়া রাস্তায় কেউ বেরোবেন না এবং তৃতীয় ঢেউকে প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।পুলিশের এই সচেতনামূলক প্রচারে সাড়া ফেলে দিয়েছে গোটা দেগঙ্গা জুড়ে।
এগারোশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে গ্রেফতার বাংলাদেশের এক পুলিশ আধিকারিক। ধৃতের কাছ থেকে উদ্ধার বিদেশি মুদ্রা ও মোবাইল ফোন। বিএসএফ সূত্রে খবর, ভারত হয়ে নেপালে পালানোর ছক ছিল অভিযুক্তর। কিছু দিন আগে, বাংলাদেশে একটি ই-কমার্স সংস্থার ১,১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে বাংলাদেশের পুলিশ আধিকারিক শেখ সোহেল রানার বিরুদ্ধে। শুক্রবার তাঁকে, কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।






















