Basirhat Shootout: 'মিষ্টির স্বাদ নেই !' ভর সন্ধেয় বসিরহাটের দোকানে চলল গুলি, গুলিবিদ্ধ পথচারী
Shootout at Basirhat: স্থানীয় সূত্রে খবর, ৫ থেকে ৬ রাউন্ড গুলি চলেছে। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, খুব বেশি হলে ২ রাউন্ড গুলি চলেছে।
সমীরণ পাল, বসিরহাট : বসিরহাটে শ্যুটআউট (Basirhat Shootout)। মিষ্টির দোকানে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ ১ । মিষ্টির স্বাদ না পাওয়ার অভিযোগে মিষ্টির দোকানের মালিককে মারধর এবং মারধরের পর আগ্নেয়াস্ত্র বের করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। প্রায় ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হলেন এক পথচারী। তাঁর পেটের নীচে গুলি লেগেছে বলে জানা গেছে। আহতকে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।
জনবহুল এলাকায় হাড়হিম করা ঘটনা !
বসিরহাটের জনবহুল এলাকায় হাড়হিম করা ঘটনা ! আজ সন্ধে সাড়ে ৬টা থেকে পৌনে ৭টা নাগাদ বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি মিষ্টির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, সাড়ে ৬টা থেকে পৌনে ৭টা নাগাদ তিন জন দুষ্কৃতী মিষ্টির দোকানে ঢোকে। রসগোল্লা খেতে চায়। কিন্তু, মিষ্টির স্বাদ ঠিক নেই দাবি করে মিষ্টির দোকানের কর্মীদের সঙ্গে তাদের বচসা হয়। এরপর মিষ্টির দোকানের মালিককে মারধর করে। আগ্নেয়াস্ত্র বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ।ঘটনায় অভিযুক্ত একাধিক বার জেলে যাওয়া কুখ্যাত দুষ্কৃতী ভোলা। ঘটনার সময় তার সঙ্গে আরও দুই জন ছিল বলে জানা গেছে। অর্থাৎ, ঘটনার পর মোট তিন জনের খোঁজ চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনা চলাকালীন এক পথচারী দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। তাঁর পেটের নীচে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় ভাঙচুর করা হয় মিষ্টির দোকান। সিসি টিভি ক্যামেরা নিয়ে গেছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, ৫ থেকে ৬ রাউন্ড গুলি চলেছে। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, খুব বেশি হলে ২ রাউন্ড গুলি চলেছে। তার মধ্যে বছর ৩৫-এর ওই যুবক তথা পথচারীর পেটে গুলি লাগে। তাঁর বাড়ি অন্য জায়গায় । কিন্তু, তিনি কর্মসূত্রে বসিরহাটে থাকেন। দোকানের কর্মচারী এবং মালিকদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছে। বসিরহাট শহরের জনবহুল এলাকায় এই ঘটনার জেরে আশপাশের দোকানের মালিক এবং পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।