North 24 Pargana: জমির ভুয়ো নথি বানিয়ে প্রতারণা, দালালের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
North 24 Pargana News: উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে কল্যাণগড় এলাকার বাসিন্দা মণ্ডল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর দুটো হাত পা ভেঙে দেয় কিছু দুষ্কৃতীরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জমির ভুয়ো নথি বানিয়ে প্রতারণা। সেই টাকা ফেরত চাইলে দু হাত এবং পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক দালালের বিরুদ্ধে। গুরুতর আক্রান্ত এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে কল্যাণগড় এলাকায়।
ঠিক কী হয়েছিল?
উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে কল্যাণগড় এলাকার বাসিন্দা মণ্ডল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর দুটো হাত পা ভেঙে দেয় কিছু দুষ্কৃতীরা। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে জমি কেনেন স্থানীয় শঙ্কর মণ্ডল। তাঁর স্ত্রীর নামে ২২লক্ষ টাকা দিয়ে সেই জমিটি কিনেছিলেন তিনি। এলাকারই একজন জমি বিক্রেতার কাছ থেকে তা কিনেছিলেন। সেই জমিতে তিনি যখন পাঁচিল তুলতে যান, তখন তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। অন্য একজনের জমি দেখিয়ে কাগজপত্র নকল করে তাঁর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই জমিটি বিক্রি করেছিলেন সুব্রত দে নামে এক ব্যক্তি। তাঁর কাছে টাকা ফেরত চাওলা হলে শঙ্করবাবুকে পলতায় বাদামতলা মোড়ের কাছে ডেকে পাঠান সুব্রত দে।
কথামতই শঙ্কর মণ্ডল বাদামতলা গেলেই তাঁকে সুব্রত দে-র পাঠানো কয়েকজন যুবক মিলে বেধড়ক মারধর করে। দুই হাতের হাড় ভেঙে গুঁড়িয়ে যায়। ভেঙে যায় পা। মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। কলকাতার আরজিকর হসপিটালে আহত ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার কথা জানিয়ে নোয়াপাড়া থানায় একটি এফআইআর করেন শঙ্কর মণ্ডল। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জমি বিক্রেতা। তিনি জানান, ''এই ধরনের ঘটনা বা মারধর করা হয়নি। এটি অন্য কোনও ঘটনা আমার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।''
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা
সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস। দুর্ঘটনায় জখম প্রায় ১০ জন যাত্রী। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ যাত্রী বোঝাই বাসটি আমতলা থেকে বেলডাঙার দিকে যাচ্ছিল। পথে বেলডাঙার কালীতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় বাসটি। দুর্ঘটনায় জখম হন প্রায় ১০ জন যাত্রী। এঁদের মধ্যে বেশ কয়েকজন কলেজ পড়ুয়াও রয়েছে। আহতদের মধ্যে দুজনকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও খালাশি পলাতক বলে খবর। বাসটি নওদা থেকে বেলডাঙা হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।