North 24 Pargana Kharda News : সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে 'পুরসভার পানীয় জল' !
Kharda News :
![North 24 Pargana Kharda News : সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে 'পুরসভার পানীয় জল' ! North 24 Pargana Kharda News Drinking Water Of Municipal Corporation Allegedly Being Used In Swimming Pool North 24 Pargana Kharda News : সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে 'পুরসভার পানীয় জল' !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/90972513c0ee67df1e018090d71b423e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : সুইমিং পুল, আর তাতে ব্যবহার করা হচ্ছে খাবার জল। খড়দায় সুইমিং পুলে ব্যবহার করা হতে চলেছে পুরসভার সরবরাহ করা পানীয় জল। এমনই অভিযোগ উঠল খড়দায়।
সুইমিং পুল কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে খড়দা পুরসভা। ১৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন এলাকায় বাচ্চাদের সাঁতার শেখার জন্য চালু হয়েছে সুইমিং পুল। অভিযোগ, বৈধ ছাড়পত্র ছাড়াই এই সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ব্যবহার করা হচ্ছে পুরসভার পানীয় জল।
পানিহাটি সহ বহু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সমস্যা। এই পরিস্থিতিতে পুলের জন্য পানীয় জলের ব্যবহার করলে গোটা খড়দহ অঞ্চলে দেখা দিতে পারে জল সমস্যা। সেই উৎকণ্ঠায় পুল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে খড়দহ জল বিভাগের পৌর পারিষদ শান্তনু ভট্টাচার্য।
আরও পড়ুন :
আষাঢ়ের প্রথম দিনেই ভিজবে শহর? কী জানাল আবহাওয়া দফতর ?
পুরসভার জল ব্যবহার করতে সুইমিং পুল কর্তৃপক্ষকে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে খড়দা পুরসভা। পাল্টা পুরসভার জল বিভাগের পুর পারিষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সুইমিং পুল কর্তৃপক্ষ।
খড়দহ পৌরসভার উপ পৌর প্রধান সায়ন মজুমদার বলেন, যে ভাবে লেকে ও কলেজ স্কোয়ারে দুর্ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে সব অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে। পৌরসভার পানীয় জল পুলের জন্য ব্যবহার করতে বারণ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে প্রশাসনিক সব দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে । এরপরও পুল কর্তৃপক্ষ কাগজ না দেখালে পৌরসভা আইনি ব্যবস্থা নেবে। যদিও সূর্যসেন সুইমিং পুলের সম্পাদক নারায়ণ দত্তের জানিয়েছেন, পুলের জন্য আলাদা জলের ব্যবস্থা নেই ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)