Kolkata Weather Update : আষাঢ়ের প্রথম দিনেই ভিজবে শহর? কী জানাল আবহাওয়া দফতর ?
Kolkata Monsoon Weather : দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে।
![Kolkata Weather Update : আষাঢ়ের প্রথম দিনেই ভিজবে শহর? কী জানাল আবহাওয়া দফতর ? Weather Monsoon Update Report: Get to know about weather forecast of Kolkata district today from West Bengal 15 June Kolkata Weather Update : আষাঢ়ের প্রথম দিনেই ভিজবে শহর? কী জানাল আবহাওয়া দফতর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/09/54c6fd480f0f9010db5d8eae8c4a7239_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কি আষাঢ়ের প্রথম দিনেই অফিসিয়ালি শহরে পদার্পণ করবে বর্ষা ? আষাঢ়ের প্রথম দিনেই দক্ষিণবঙ্গে জমিয়ে বৃষ্টি নামতে পারে। তেমনটাই বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
এক নজরে দেখে নিন বর্ষার প্রথম ল্যাপে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা |
সর্বোচ্চ তাপমাত্রা |
আবহাওয়া |
---|---|---|---|
15-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
16-Jun | 28.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
17-Jun | 28.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
18-Jun | 27.0 | 31.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
19-Jun | 27.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
উত্তরবঙ্গে কেমন আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)