North 24 Pargana: ব্যাগ ছিনতাই করে পালিয়ে টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ছিনতাইকারি
North 24 Pargana News: তাঁর সাইকেলে ঝুড়ির মধ্য়ে একটি ব্য়াগ রাখা ছিল। পেছনে থেকে একটি যুবক না কি তাঁকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন। হঠাৎ সেই যুবর এসে ব্য়াগটি ছিনতাই করে পালিয়ে যায়।
![North 24 Pargana: ব্যাগ ছিনতাই করে পালিয়ে টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ছিনতাইকারি North 24 Pargana: The robber caught the police while stealing the bag and ran away to withdraw the money North 24 Pargana: ব্যাগ ছিনতাই করে পালিয়ে টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ছিনতাইকারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/13/5ca65d4afafa63fff92a22850c2319a71665656312913206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যাগ ছিনতাই করে পালিয়ে টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ছিনতাইকারি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার খদ্দকুলবেরিয়ার বাসিন্দা কল্পনা রায় নামে এক যুবতী বুধবার রাতে হেলেঞ্চা থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর সাইকেলে ঝুড়ির মধ্য়ে একটি ব্য়াগ রাখা ছিল। পেছনে থেকে একটি যুবক না কি তাঁকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন। হঠাৎ সেই যুবর এসে ব্য়াগটি ছিনতাই করে পালিয়ে যায়।
এরপরই সেই যুবতী দ্রুত বাগদা থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে সেই যুবক ব্যাগে থাকা এটিএম কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করতে থাকে। সেই সূত্র ধরেই ছিনতাইকারিকে ধরে ফেলে বাগদা থানার পুলিশ। সেই যুবতীর ২৮ হাজার টাকাও খোয়া গিয়েছিল, তাও উদ্ধার হয়।ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ।
বেশ কিছুদিন ধরেই বাগদায় বিভিন্ন জায়গা থেকে ছিনতাইয়ের খবর সামনে এসেছে। প্রশাসনকে বারবার বলা হয়েছে নিরাপত্তা বাড়ানোর জন্য। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। গ্রাম্য় এলাকা হওয়ায় রাস্তা ঘাট অনেক জায়গাতেই এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয়। যদিও পুলিশের তৎপরতায় খুশি সেই যুবতী। পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
মন্ত্রী অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরি
উল্টোডাঙার (Ultodanga) মানিকতলা হাউসিং এস্টেটে (Maniktala Housing Estate) প্রাক্তনমন্ত্রী অশোক ভট্টাচার্যর (Ashok Bhattacharya) ফ্ল্যাটে চুরির অভিযোগ। আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির (Siliguri) প্রাক্তন মেয়র (Mayor)।
লন্ডভন্ড ঘর, জানালার গ্রিল ভাঙা। তছনছ আলমারি খাস কলকাতায়, প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ ঘিরে শোরগোল। উল্টোডাঙার মানিকতলা হাউসিং এস্টেটের এই ফ্ল্যাটে তিনি থাকেন না। দেখভাল করেন কেয়ারটেকার। সেই ফ্ল্যাটেই চুরির অভিযোগ।
প্রাক্তন মন্ত্রীর ফ্ল্যাটে চুরি। অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ। সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, "আমি তো এখানে থাকি না। একটি ছেলে থাকে। তবে ও ছিল না। ১০ তারিখই চুরিটি হয়। গেট খুলতেই দেখা যায় এই অবস্থা।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)