North 24 Pargana: মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় চুরির বিফল চেষ্টা, ধৃতদের থেকে উদ্ধার তাজা বোমাও
North 24 Pargana News: এরপরই মধ্যমগ্রাম (Madhyamgram) থানায় পুলিশকে এই বিষয় খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তদের সঙ্গে সেই বোমা দুটো উদ্ধার করে নিয়ে যায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে মদনপুরে গেঞ্জি কারখানায় চুরির চেষ্টা। যদিও চুরি করতে আসা সেই চোরদের ধরে ফেলে গ্রামবাসীরা। এরপরই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তদের জেরা করে পাশেই একটি গোডাউন থেকে দুটো তাজা বোমা উদ্ধার করা হয়। এরপরই মধ্যমগ্রাম থানায় পুলিশকে এই বিষয় খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তদের সঙ্গে সেই বোমা দুটো উদ্ধার করে নিয়ে যায়।
তবে ঘটনা এখানেই শেষ নয়। এরপর আরও ২ দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর তারা অভিযুক্তদের ধরে গাছে বেঁধে মারধর করা হয়। এই ঘটনায় এলাকায় বিপুল উত্তেজনা তৈরি হয়েছে। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজ্যজুড়ে ঝড়ের তাণ্ডব
তাপের নাগপাশ থেকে মুক্তি দিয়েছে স্বস্তির বৃষ্টি। কিন্তু ঝড়ের (strom) তাণ্ডব কেড়ে নিল প্রাণও। মাথায় গাছের ডাল ভেঙে মর্মান্তিকভাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে (krishnanagar)। মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক (৫৬)। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কেতুগ্রামে (Ketugram) মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
কীভাবে ঘটে দুর্ঘটনা
ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের (National Highway) রেলব্রিজের কাছে। মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক (৫৬)। বাড়ি কোতোয়ালি থানার রোড স্টেশন এলাকায় । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে ঝড়ের সময় জাতীয় সড়ক দিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই একটি গাছের বিশালাকার ডাল ভেঙে পড়ে তাঁর মাথায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঝড়ের তাণ্ডবে বিঘ্ন ট্রেন চলাচলে