North 24 ParganasTheft: হালিশহরে প্রয়াত প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি
Theft at the home of retired cop: এই ঘটনায় হালিশহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরপর চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোর ধরা পড়ার অপেক্ষায় স্থানীয়রা।
সমীরণ পাল, হালিশহর: ২৪ ঘণ্টা ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তর ২৪ পরগনার হালিশহরে চুরি। এবার ঘটনা এক প্রয়াত প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে।
পুলিশ সূত্রে খবর, হালিশহরের ৬ নম্বর ওয়ার্ডের শিবের গলি সংলগ্ন অঞ্চলে প্রয়াত প্রাক্তন পুলিশকর্মী সুশীল কুমার পালের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় গ্রিল কেটে তালা ভেঙে আলমারি ভেঙে সর্বস্ব লুট করে চোর।
ওই পরিবারের লোকজনের দাবি, ‘আমরা এই বাড়িতে কেউ থাকি না। মাঝেমধ্যে আমরা ঘুরে যাই। বৃহস্পতিবার রাতে যখন আমরা বাড়িতে আসি, তখন দেখি এই ঘটনা। বাড়িতে নগদ কিছু টাকা ও রুপোর বেশ কিছু গয়না ছিল। সব নিয়ে চলে গেছে চোর।’
এই চুরির ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত মাসে হুগলির উত্তরপাড়ার একটি আবাসনে একের পর এক চুরির ঘটনা ঘটে। একই আবাসনের সাতটি ফ্ল্যাটে একইদিনে চুরি হয় বলে অভিযোগ।
উত্তরপাড়া স্টেশন সংলগ্ন ওই বেসরকারি আবাসনে প্রায় ৬০০ ফ্ল্যাট রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পরপর সাতটি ফ্ল্যাটে চুরি হয়। ফাঁকা ফ্ল্যাটে চুরি হওয়ায় আবাসনের ভিতরের কেউ দুষ্কৃতীদের তথ্য দিয়েছে বলে পুর প্রশাসকের আশঙ্কা। বাসিন্দাদের অভিযোগ, এত বড় আবাসনে কোনও সিসি ক্যামেরা নেই। অপারেশনের আগে দুষ্কৃতীরা রেকি করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
উত্তরপাড়ার পর শ্রীরামপুরের একটি হাউজিং কমপ্লেক্সেও তিনটি বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটে চুরির অভিযোগ ওঠে। তারপরই সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে গভীর রাতে বহিরাগতদের যাওয়া-আসার ছবি। প্রশ্ন ওঠে, সিসি ক্যামেরায় দেখা যাওয়া লোকজনই কি দুষ্কৃতী? এই ছবি দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, যে চারটি ফ্ল্যাটে চুরির অভিযোগ, সেখানে সেই রাতে কেউ ছিলেন না। পরদিন সকালে দেখা যায় ফ্ল্যাটের তালা ভাঙা, জিনিসপত্র তছনছ।