(Source: ECI/ABP News/ABP Majha)
Naihati News: ফের অঘটন,গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ছাত্র
North 24 Parganas Accident: নৈহাটি লিচু বাগান ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। উদ্ধার কাজে নেমেছে নৈহাটি থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনা: নৈহাটি (Naihati) লিচু বাগান ঘাটে গঙ্গায় স্নান (Bath) করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র (Student)। জানা গিয়েছে, একজন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অপরজন নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।
জানা গিয়েছে, শুভম দে এবং সুজল সাউ এরা দুই বন্ধু আজ সকালে গঙ্গার ধারেই ক্রিকেট খেলছিল। এরপরই তারা দুজনে গঙ্গায় স্নান করতে নামে। তখনই জলে তলিয়ে যায় তারা। পরবর্তীতে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে । যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।প্রসঙ্গত গত মাসের শেষেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দামোদরে। পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলার আসানসোলে বার্নপুরের দামোদর নদে দুটি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিনজন। হিরাপুর থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল চেষ্টা চালায় তাঁদেরকে উদ্ধারের জন্য।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও একজন হিরাপুর থানার বার্নপুরের আলমনগরের। হিরাপুর থানার অন্তর্গত ভূতনাথ মন্দিরের কাছে এবং নেহেরু পার্কের পেছনে দামোদরের ঘাটে শুক্রবার স্নান করতে যাওয়া ৬ কিশোরের মধ্যে ৩ জন নদীতে তলিয়ে গিয়েছিল। নিখোঁজ তিন পড়ুয়ার নাম হল, আতিকুল খান ( ১৪) পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পন্ডিত (২০)।পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গত মাসের শেষ শুক্রবারে আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছনে কাছে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। তখনই আলমনগরের বাসিন্দা শাকিল খানের ১৪ বছর বয়সী ছেলে বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া আতিকুল খান নদীতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা দুইজন তারা তাকে বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য তারা বেঁচে ফেরে।
আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?
অন্যদিকে, আসানসোলের বস্তিন বাজারের বাসিন্দা তিন পড়ুয়া বার্ণপুরে ভূতনাথ মন্দিরের কাছে দামোদর রেল সেতু পেরিয়ে ওপারের দিক থেকে সাঁতুড়ি এলাকার দামোদরের ঘাটে স্নান করতে গিয়েছিল। বস্তিন বাজারের বাসিন্দা পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পণ্ডিত (২০) নদীর জল কম থাকায় অন্য পাড়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। ওই সময় দুজনকে নদীতে ডুবে যেতে দেখে তৃতীয় কিশোর নদী থেকে কোনওমতে বেঁচে ফিরে আসে।