PMAY: পাকা বাড়ি থেকেও 'কাঁচা বাড়ি'-র তালিকায় নাম ! প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে কাঠগড়ায় কে ?
Pradhan Mantri Awas Yojana in Helencha: পাকা বাড়ি থাকা সত্ত্বেও জোর করে কাঁচা বাড়ি লেখানোর অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে গিয়ে, হুমকির মুখে আইসিডিএস ও আশা কর্মীরা। কাঠগড়ায় কে ?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পাকা বাড়ি থাকা সত্ত্বেও জোর করে কাঁচা বাড়ি লিখে নেওয়ার অভিযোগ হেলেঞ্চা গ্রাম (Helencha Village) পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিডিওর কাছে অভিযোগ দায়ের আইসিডিএস ও আশা কর্মীদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana )সার্ভেতে গিয়ে, হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিপুল রায়ের হুমকির মুখে পড়তে হল আইসিডিএস ও আশা কর্মীদের। বাড়িতে পাকা ঘর, মটর সাইকেল, টোটো গাড়ি, টিভি, ফ্রিজ থাকা সত্ত্বে সার্ভে করতে যাওয়া আইসিডিএস ও আশা কর্মীদের দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক মিথ্যা তথ্য লিখিয়ে নেয় বলে অভিযোগ। বিডিওর কাছে অভিযোগ দায়ের সার্ভেতে যাওয়া আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের।
পাকা বাড়ি থেকেও জোর করে কাঁচা বাড়ি লেখানোর অভিযোগ
জানা গিয়েছে, হেলেঞ্চা গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা বিপুল রায়ের দাদা বিপ্লব রায়ের নাম আবাস যোজনার ঘরের তালিকায়। চলতি মাসের ৭ তারিখে তার সার্ভেতে যান তিন আশা কর্মী ও আইসিডিএস কর্মী নিভা রানী মৈত্র, রিঙ্কু মণ্ডল ও বেরা বাইন। অভিযোগ, বাড়িতে পাকা ঘর, মোটর সাইকেল, টোটো গাড়ি, টিভি, ফ্রিজ থাকা সত্ত্বেও, বিপুল সার্ভে করতে যাওয়া আইসিডিএস ও আশা কর্মীদের হুমকি দিয়ে জোরপূর্বক মিথ্যা তথ্য লিখতে বাধ্য করে। ৮ তারিখে বাগদার বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন ওই তিন আশা কর্মী ও আইসিডিএস কর্মী। তারা জানান, এই ঘটনার পরে তারা আতঙ্কে রয়েছেন। তাঁদের বক্তব্য, একজন জনপ্রতিনিধি হয়ে যদি এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ তাঁদের সঙ্গে কী ব্যবহার করতে পারে ?
আরও পড়ুন, 'সামাজিক উন্নয়ন কর্মসূচিতে অতুলনীয় পশ্চিমবঙ্গ', মেঘালয়ে মমতার মুখে বাংলার উন্নয়নের খতিয়ান
কী বলছেন বিপুল রায় ?
যদিও বিপুলের দাবি, 'রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত কারণে তাকে ফাঁসানো হচ্ছে।' তিনি আরও দাবি করেন, 'তার দাদা আলাদা থাকেন। তার কোনও পাকা ঘর নেই। বাড়িতে যে পাকা ঘরটি রয়েছে সেটা তার বাবার। এবিষয়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, 'বিষয়টি আমরা শুনেছি। বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। আগামী দিনে বিডিও-র সঙ্গে কথা বলবো। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আইন আইনের পথে চলবে।' এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, 'বিজেপির বিরোধী দলনেতা যে ঘটনা ঘটিয়েছে তাতে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।'