Mamata Banerjee: 'মতুয়াদের কেন অপমান ?' মমতার বিরুদ্ধে লাঠি তুলে নেওয়ার নির্দেশ BJP বিধায়কের
BJP on Mamata Matua Controversy: মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে ভুল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মতুয়া ধর্মগুরুদের ভুল নাম বলা নিয়ে অব্যাহত বিতর্ক। আজ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটায় বিক্ষোভ দেখাল মতুয়াদের একাংশ। তৃণমূল (TMC) ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP Leader)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।
মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ বিজেপি বিধায়কের
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে যখন এই টিএমসি-র নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবাক্সের জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে, আপনারা এই লাঠি, এই ডাঙ্কা, কাঁসা নিয়ে সবাই তৈরি থাকবেন। যাঁরা ভোট চাইতে যাবে, তাঁদের মুখে তুলে মারবেন। যাতে ওই মুখ দিয়ে কুরুচিকর বক্তব্য আর না বেরোয় কোনওদিন। মুখ্যমন্ত্রীর মতুয়া ধর্মগুরুদের ভুল নাম বলা নিয়ে আগেই আন্দোলনের নামার ঘোষণা করেছিল বিজেপি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে, তৃণমূল ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি-ডাঙ্কা নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। শুধু তৈরি থাকাই নয়, প্রয়োজনে মারধরের দাওয়াই দিলেন। শুক্রবার একই ইস্যুতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল মতুয়াদের একাংশ।বাংলায় মতুয়া সমাজকে অপমান করা হল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই জবাব দাও।
আরও পড়ুন, সারদার সাড়ে ৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে ভুল করেন মমতা
মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি গোপাল বিশ্বাস বলেন, মালদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়, মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে ভুল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বোলপুরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে কার্যত নিজের ভুল স্বীকারও করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি একটা ভুল করেছি। তাও কত ট্রোল।কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ বিজেপি। একদিকে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। পথে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপিও।২০২১-এর বিধানসভা নির্বাচনেও নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতুয়া ভোটের সিংহভাগ যায় বিজেপির দিকে।তবে গত পুরভোটে মতুয়া অধ্যুষিত বিভিন্ন জায়গায় হারানো জমি অনেকটাই ফেরাতে সক্ষম হয় তৃণমূল। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণে মুখ্যমন্ত্রীর ভুল করা নিয়ে অস্বস্তিতে পেড়েছে ঘাসফুল শিবির।