Narendra Modi Virtual Address : বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ, মতুয়া ধর্ম মহামেলায় সাজো সাজো রব
Matua Dharma Maha Mela : মতুয়া ধর্ম মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটা-সহ বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন
সমীরণ পাল, ঠাকুরনগর : মতুয়া ধর্ম (Matua) মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ২৪ পরগনার শ্রীধাম ঠাকুরনগরের (thakur nagar) ঠাকুরবাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মহামেলার উদ্যোক্তা মতুয়া মহাসঙ্ঘ। চারিদিকে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। বিভিন্ন দিক থেকে যাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা যায়, তার ব্যবস্থা রাখা হচ্ছে। সকাল থেকেই সাজো সাজো রব । প্রধানমন্ত্রীর ভাষণ শোনা তো বটেই, মেলা দেখতেও ভিড় জমাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটা-সহ বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন।
গত বছর ২৭ মার্চ, বঙ্গ বিধানসভার প্রথম দফা ভোটের দিন বাংলাদেশের ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার বারুণী মেলার সূচনার দিনে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থাও করা হচ্ছে উদ্যোক্তাদের তরফে ।
আরও পড়ুন :
Mamata Banerjee At Darjeeling : ‘দিল্লির লাড্ডু খাবেন না, দার্জিলিঙের লাড্ডুই অনেক’
বারুণী মেলার আয়োজন
বেশ কয়েক বছর পর এবার একসঙ্গে বারুণী মেলার আয়োজন করা হচ্ছে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বারুণী মেলা। রাজনীতি ভুলে এবারে মতুয়াদের এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সুব্রত ঠাকুর ও মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়ির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল ও বিজেপি।
বারুণী মেলার জন্য এবারই প্রথম আন্দামান থেকে আসছে জাহাজ। আসবেন ৩ হাজার মতুয়া ভক্ত। মতুয়াদের জন্য এই ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তরাখণ্ডের কাঠগোদাম, অসমের বঙ্গাইগাঁও, উত্তরবঙ্গ থেকে আসছে স্পেশাল ট্রেন।
সংঘাত ভুলে একসঙ্গে এগিয়েছে দুই শিবির
গত বছরও মেলার আয়োজন ঘিরে বিবাদে জড়ান বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার সংঘাত ভুলে একসঙ্গে এগিয়েছে দুই শিবির।
কী এই বারুণী মেলা
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মেলা। বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে হবে ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান। মেলা চলবে একসপ্তাহ।