North 24 Pargana: অশোকনগর রেলগেটের পাশে পথ দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল ট্রাক
North 24 Pargana News: কলকাতা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। আজ খুব ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় ট্রাকটি। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগর রেল গেটের পাশেই দুর্ঘটনা। নয়ানজুলিতে উল্টে গেল ক্যামিকেল ভর্তি ট্রাক। চলছে উদ্ধারকাজ। গাড়ির চালক ও খালাসির গাড়ির মধ্যে আটকে মৃত্যুর আশঙ্কা। কলকাতা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। আজ খুব ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় ট্রাকটি। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ।
এদিকে একই দিনে অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায় নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।
এর আগে বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)ঘটে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।
সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন