Sonarpur Attack: বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় নালিশ, দম্পতির ওপর হামলার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
দম্পতির ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী দম্পতির দাবি, চাঁদমারি এলাকায় রাস্তার ওপরেই বেআইনি নির্মাণ চলছিল।
দক্ষিণ ২৪ পরগনা: বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় (Municipality) নালিশ জানানোয়, সোনারপুরের (Sonarpur) চাঁদমারিতে (Chandmari) প্রতিবাদী দম্পতির ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী দম্পতির দাবি, চাঁদমারি এলাকায় রাস্তার ওপরেই বেআইনি নির্মাণ চলছিল।
গত সেপ্টেম্বর মাসে রাজপুর(Rajpur)-সোনারপুর (Sonarpur) পুরসভার কাছে এই নিয়ে লিখিত অভিযোগ করেন ওই দম্পতি। এরপর নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুরসভা। অভিযোগ, তার জেরে গতকাল দম্পতির বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় প্রোমোটারের দলবল।হেনস্থাও করা হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় (Sonarpur Police Station) অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরার মুখোমুখি না হলেও, হামলা-যোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। রাজপুর-সোনারপুর পুরসভার আশ্বাস, বেআইনি নির্মাণের ক্ষেত্রে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এদিনই প্রাথমিক স্কুলের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে (Samserganj)। মালঞ্চা প্রাথমিক বিদ্যালয় চত্বরের একাংশে নির্মাণ কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, স্কুলের জায়গায় তৈরি হচ্ছে শাসকদলের পার্টি অফিস।
ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও, স্কুল চত্বরে পার্টি অফিস তৈরির প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিক্ষাঙ্গনে পার্টি অফিস তৈরির অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও খড়গ্রামের তৃণমূল (TMC) বিধায়ক আশিস মার্জিত।
উল্লেখ্য, আজই দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণ (Bombing) হয়। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির (Nodakhali) সোনারিয়া এলাকা। স্থানীয়দের দাবি, অসীম মণ্ডল ওই বাড়িতেই বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেআইনিভাবে বাজি তৈরি হত কি না, খতিয়ে দেখছে পুলিশ।