West Bengal: টাকা দিয়ে প্রধান, দলের নেতার বিরুদ্ধে অভিযোগ খোদ তৃণমূলেরই বিধায়কের!
Panchayat Election: কোথাও বোমাবাজি। কোথায় বোর্ড গঠনের জন্য শেষ মুহূর্তে দল বদলে সমীকরণ বদলে দেওয়া। এমনকী, প্রধানকে অপহরণের মতো অভিযোগও উঠেছে।
আমডাঙা: কোথাও বোমাবাজি। কোথায় বোর্ড গঠনের জন্য শেষ মুহূর্তে দল বদলে সমীকরণ বদলে দেওয়া। এমনকী, প্রধানকে অপহরণের মতো অভিযোগও উঠেছে।
জেলায় জেলায় পঞ্চায়েতের বোর্ড (Panchayat Election) গঠনকে কেন্দ্র করে বেনজির সব ছবি দেখা যাচ্ছে। যাতে নবতম সংযোজন আমডাঙা। যেখানে পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য বিরাট অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। এবং অভিযোগ করলেন তৃণমূলেরই বিধায়ক!
টাকা দিয়ে প্রধান, দলের নেতার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ খোদ তৃণমূলেরই (TMC) বিধায়কের! যিনি বলেছেন, 'দলের হুইপ মানেনি আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রূপচাঁদ মণ্ডল। পঞ্চায়েত (Panchayat) প্রধান হতে ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ভোট কিনেছেন মহম্মদ রূপচাঁদ মণ্ডল।'
আমডাঙার তৃণমূল বিধায়কের এই অভিযোগের কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোরগোল পড়ে যায়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহম্মদ রূপচাঁদ মণ্ডল। টাকা দিয়ে নয়, ভোটাভুটিতে জিতেছি, অভিযোগ অস্বীকার করে দাবি পঞ্চায়েত প্রধানের। মহম্মদ রূপচাঁদ মণ্ডল বলেছেন, 'বিধায়কের নেতৃত্বে আমরা বোর্ড গঠন করেছি। এমএলএ সাহেব এটা বলতে পারেন না। এটা মিথ্যা, এমএলএ সাহেব এরকম বলতেই পারেন না। উনি খুব ভাল মানুষ।'
আপনি টাকা দিয়ে ভোট কিনেছেন? সরাসরি প্রশ্নে মহম্মদ রূপচাঁদ মণ্ডল বলেছেন, 'টাকা দিয়ে ভোট কিনিনি। মানুষের ভোটে জিতে এসেছি। মানুষ যদি না চায় তাহলে প্রধান হওয়া সম্ভব নয়।'
গোটা ঘটনার কথা শুনেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তবে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে বা মন্তব্য করতে রাজি নন তিনি। তিনি বলেছেন, 'কথা বলতে হবে, বিষয়টা জানতে হবে। খবরটা যাচাই করতে হবে।'
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন