North 24 Parganas: কেন ভেঙে পড়ল ছাদ? বরানগরের ঘটনার নেপথ্যে প্রোমোটিং-যোগের অভিযোগ
House Collapse: কিছুদিন আগেই ছাদ সারানো হয়েছিল। কীভাবে সেই ছাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে? বুঝেই উঠতে পারছেন না মৃতার আত্মীয়-পরিজনরা।
সুদীপ্ত আচার্য ও সমীরণ পাল, বরানগর: তীব্র শব্দে বরানগরে (Baranagar) ভেঙে পড়ল একতলা বাড়ির ছাদ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। কী কারণে ভেঙে পড়ল ছাদ? তা নিয়ে এখনও ধোঁয়াশা। বিশেষজ্ঞদের দিয়ে করানো হচ্ছে নমুনা পরীক্ষা, জানিয়েছে পুলিশ। প্রোমোটিং নিয়ে পারিবারিক অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। অভিযোগ অস্বীকার অভিযুক্তর।
নেপথ্যে কি প্রোমোটিং-যোগ? কিছুদিন আগেই ছাদ সারানো হয়েছিল। কীভাবে সেই ছাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে? বুঝেই উঠতে পারছেন না মৃতার আত্মীয়-পরিজনরা। ঘটনার নেপথ্যে কি প্রোমোটিং-যোগ? তেমনই দাবি পরিবারের। প্রোমোটিং নিয়ে পারিবারিক বিবাদের জেরে অন্তর্ঘাতের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মৃতার মেয়ে। উত্তর ২৪ পরগনার বরানগরে পুরনো একতলা বাড়ির ছাদ ভেঙে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য।
মঙ্গলবার রাত ১০টা নাগাদ বরানগরের টি এন চ্যাটার্জি স্ট্রিটে বিকট শব্দ করে ভেঙে পড়ে পুরনো একটি বাড়ির ছাদ। ধ্বংসস্তুপে চাপা পড়েন বছর ৫৫-র গৃহকর্ত্রী সুমিত্রা মাইতি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল ও বরানগর থানার পুলিশ। আসেন পুরসভার কর্মীরাও। প্রায় আড়াই ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয় ২টি গ্যাস সিলিন্ডার ও একটি ভাঙাচোরা ওভেন। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অজয় প্রসাদ বলেন, “ঘটনার সময় মহিলা রান্না করছিলেন। বাড়ির দুটি সিলিন্ডারই অক্ষত রয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ায়, গ্য়াসের পাইপ ফুটো হয়ে গন্ধ বেরোতে শুরু করে। সিলিন্ডার ফাটেনি।’’
ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। কিন্তু ঠিক কী করে ভাঙল ছাদ? ঘটনায় অন্তর্ঘাতের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। তাঁর দাবি, বাড়িটি প্রোমোটারের হাতে দেওয়ার জন্য মায়ের সঙ্গে কাকা গোপাল মাইতির বিবাদ চলছিল। তার জেরেই এই ঘটনা। মৃতার মেয়ে মিঠু বিশ্বাস বলেন, “প্রোমোটারকে বাড়ি দেওয়া নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল। মারধরও করা হয়। কিছুদিন আগে ছাদ সারানো হয়েছিল। কীভাবে সেই ছাদ ভেঙে মায়ের মৃত্যু হল, বুঝতে পারছি না।’’ ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার মেয়ে।
আরও পড়ুন: Mamata Banerjee: পার্কস্ট্রিটে-সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা, কাটলেন কেকও