Ariadaha Update: আড়িয়াদহের জয়ন্ত-গ্যাংয়ের দাপট, গ্রেফতার আরও এক
North 24 Parganas: মা ও কলেজপড়ুয়া ছেলেকে গণপিটুনির ঘটনার পর থেকেই প্রকাশ্য়ে আসছে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি!
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ক্লাবঘরের মধ্যে অত্যাচারের অভিযোগ। আড়িয়াদহে উইকেট দিয়ে মার (Ariadaha Update)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে জয়ন্তর আরেক সহযোগীকে। মধ্যরাতে গ্রেফতার করা হয় ধৃতের এক সুমনকে। সব মিলিয়ে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি ব্যারাকপুরের কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়ার।
মারধরের ঘটনায় আরও গ্রেফতার: আড়িয়াদহে নির্যাতনের ভিডিও সিরিজ। আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মা ও কলেজপড়ুয়া ছেলেকে গণপিটুনির ঘটনার পর থেকেই প্রকাশ্য়ে আসছে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি। ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচার, উইকেট দিয়ে মারের ভিডিও সামনে আসতেই গ্রেফতার করা হল জয়ন্তর আরেক সহযোগী সুমনকে। আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্য়ে, চ্য়াংদোলা করে, লাঠি দিয়ে নৃশংসভাবে এক ব্যক্তিকে মারধরের যে ভিডিও সামনে এসেছে, তাতে উইকেট দিয়ে পেটাতে দেখা গেছে সুমনকে। আড়িয়াদহে ভিডিও ফুটেজের ঘটনায় এই নিয়ে মোট ৪ জন গ্রেফতার হল।
এই অত্যাচারের ঘটনা প্রসঙ্গে গতকাল পুলিশের দাবি করে, ২০২১ সালের মার্চ মাসের এই ঘটনা আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ক্লাব তালতলা স্পোর্টিংয়ের ভিতরেই ঘটেছিল। চোর সন্দেহে একজনকে মারধর করা হয়। ভিডিয়োয় জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ ও আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় ধৃত সৈকত মান্না ওরফে জঙ্গাকে দেখা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিয়োয় যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে ২ জন এখন হেফাজতে রয়েছে। জয়ন্ত সিং সেইসময় ক্লাবে ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, সেইসময় ভাইরাল ভিডিও সামনে না আসায়, ৩ বছর আগের ওই ঘটনায় চুরির মামলা রুজু হয়। এদিকে নাবালকের উপর অত্যাচার ও বন্ধ বাজারে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামনে আসার পর, ওই দুটি ঘটনাতেও দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই নিয়ে তিনটি ভিডিওর ঘটনায় তিনটি এফআইআর দায়ের হল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।