Baguiati News: পয়গম্বর বিতর্কের মধ্যেই সম্প্রীতির নজির, হিন্দু-মুসলিম মিলে পুজোর প্রস্তুতি বাগুইআটিতে
North 24 Parganas News: কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। গত দু’বছর কোভিডের কারণে সেভাবে পুজোর আয়োজন করা যায়নি, এবার তাই বড় করে পুজো আয়োজনের কথা ভাবছেন উদ্যোক্তারা।
![Baguiati News: পয়গম্বর বিতর্কের মধ্যেই সম্প্রীতির নজির, হিন্দু-মুসলিম মিলে পুজোর প্রস্তুতি বাগুইআটিতে North 24 Parganas Baguiati Hindu Muslims residents join hands to celebrate Durga Puja 2022 amid ongoing unrest over Prophet Remarks Baguiati News: পয়গম্বর বিতর্কের মধ্যেই সম্প্রীতির নজির, হিন্দু-মুসলিম মিলে পুজোর প্রস্তুতি বাগুইআটিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/ed2e9e9ce2c9a567be099ce3507d71cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাগুইআটির (Baguiati News) অর্জুনপুর আমরা সবাই ক্লাবে দুর্গাপুজোর উত্সবের (Durga Puja 2022) ঢাকে কঠি পড়ল। আজ শুরু হয়ে গেল প্রস্তুতি। অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের (Communal Harmony) বাসিন্দারা (North 24 Parganas)।
অস্থিরতার মধ্যে সম্প্রীতির নজির
পয়গম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপূর শর্মার বিতর্কের জেরে যখন বিভিন্ন রাজ্যে অশান্তি, তখন সম্প্রীতির এক অন্যরকম ছবি দেখালেন বাগুইআটির এক দুর্গাপুজোর উদ্যোক্তারা। রবিবার থেকেই শুরু হয়ে গেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর প্রস্তুতি। এই উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা। তাঁদের দাবি, এখন অস্থির সময় চলছে বটে। কিন্তু তাঁরা বরাবরই সকলে মিলে উৎসবে শামিল হন।
কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। গত দু’বছর কোভিডের কারণে সেভাবে পুজোর আয়োজন করা যায়নি, এবার তাই বড় করে পুজো আয়োজনের কথা ভাবছেন উদ্যোক্তারা। অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের প্রতিমা শিল্পী বলেন, "কোভিডের কারণে পুজো সেভাবে করা যায়নি। এবার বড় করে পুজো করা হচ্ছে।"
আরও পড়ুন: Suvendu Adhikari Updates: হাওড়া যেতে বাধা, মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর, বললেন, 'আমি স্তম্ভিত'
এর আগে, ইদের সময়ও পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা মিলেমিশেই উত্সবে সামিল হয়েছেন। দুর্গাপুজোতেও সেই সৌহার্দ্যের ব্যতিক্রম হচ্ছে না। উত্সব যে সবার, তার পরিচয় দিতে আন্তরিক বাগুইআটির এই পুজোর উদ্যোক্তারা।
পয়গম্বর বিতর্কে বিক্ষোভ জারি
তবে বাগুইআটি থেকে সম্প্রীতির নজির সামনে এলেও, রবিবারও পয়গম্বর বিতর্কে উত্তপ্ত থেকেছে একাধিক জেলা। নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বেথুয়াডহরি হাসপাতালের সামনে ও ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দোকান এবং পর পর কয়েকটি বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। তবে পুলিশের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি।
আবার মুর্শিদাবাদের বড়ঞার কুলি মোড়ে রাস্তা অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অবরোধকারীদের। পুলিশ ও বিধায়কের হস্তক্ষেপে প্রায় আধ ঘণ্টা পর অবরোধ ওঠে। তুলনামূলক ভাবে এ দিন হাওড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। জায়গায় জায়গায় পুলিশকে টহল দিতে দেখা গিয়েছে। একাধিক জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)