Bangaon News: তৃণমূলের পরিচয়পত্র দেখালে সরকারি কাজে সুবিধা! নেতার ঘোষণায় বিতর্ক
Bangaon News: সামনের বছর পঞ্চায়েত ভোট। তারই প্রস্তুতিতে রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 Pargans News) গোবরডাঙায় কর্মিসভা ছিল তৃণমূলের।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় দলের কর্মিসভায় পরিচয়পত্র (TMC Identity Card) দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল (TMC) নেতা গোপাল শেঠ (Gopal Seth)। তিনি বলেন, দলের দেওয়া কার্ড নিয়ে কোনও কর্মী সরকারি অফিসে গেলে তিনি গুরুত্ব পাবেন। যা শুনে সমালোচনা করেছে বিজেপি (BJP)। তবে বিতর্ক শুরু হতেই, সাফাই দিয়েছেন শাসক নেতা।
বনগাঁয় তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক
সামনের বছর পঞ্চায়েত ভোট। তারই প্রস্তুতিতে রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 Pargans News) গোবরডাঙায় কর্মিসভা ছিল তৃণমূলের। সেখানেই বনগাঁ (Bangaon News) সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠকে বলতে শোনা গেল, দলের দেওয়া কার্ড নিয়ে দলের কোনও কর্মী সরকারি অফিসে গেলে তিনি গুরুত্ব পাবেন। তিনি বলেন,"আমরা প্রত্যেককে একটা করে কার্ড করে দেব। আপনারা কোনও অফিসে গেলে, ওই কার্ড আপনাদের কাছে রাখলে, প্রত্যেকটা অফিসে গুরুত্ব দেবে। প্রশাসনিক অফিসে গুরুত্ব দেবে।"
তাঁর এই মন্তব্য বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "এখন কাটমানি অন্য ভাবে খাচ্ছে। তখন হয়ত কার্ড দেখিয়ে খাবে।"
কথায় কথায় মমতা-অভিষেকের ছবি ঝোলানো যাবে না, সাফ নির্দেশ
কিন্তু বিতর্ক সত্ত্বেও নিজের মন্তব্য থেকে পিছু হটতে নারাজ গোপাল। তাঁর কথায়, "সেই ছেলেটা যে ভাল, সামাজিক কাজ করতে যাচ্ছে তা প্রমাণ করার ব্যাপার আছে। তাই তো সে গেলে প্রশাসনিক কাজের সুবিধা দেবে। ওই কার্ড নিয়ে অপকর্ম করা যাবে না। তাতে তাকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসব।" এ বার থেকে কোনও নেতা কথায় কথায় তাঁর ছবির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি।