(Source: ECI/ABP News/ABP Majha)
Dengue Update : বরানগরে নির্মীয়মাণ বহুতলের পিলারে জমে আছে জল, ঠিকাদারকে ঘাড় ধাক্কা পুর-পারিষদ স্বাস্থ্যর !
North 24 Parganas News : বরানগর পুরসভা এলাকায় ৩১৫ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনা জেলায় ৮ হাজারের বেশি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নির্মীয়মাণ বহুতলের পিলারে জমে জল। ডেঙ্গি আতঙ্কের (Dengue Scare) মাঝে যা দেখে মেজাজ হারান জনপ্রতিনিধি। বহুতলটির নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারকে ঘাড় ধাক্কা দিলেন বরানগরের (Baranagar Municipality) পুর পারিষদ স্বাস্থ্য রামকৃষ্ণ পাল। আজ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া লেনে পরিদর্শনে যান মেয়র পারিষদ। সেখানে একটি নির্মীয়মাণ বহুতলের পিলারে জল জমে থাকতে দেখে ক্ষুব্ধ রামকৃষ্ণ পাল ঠিকাদারকে ঘাড় ধাক্কা দেন। অবিলম্বে জল সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।
কখনও পরিত্যক্ত বাড়ির তালা ভাঙছে পুরসভা। কখনও নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারছেন মেয়র পারিষদ। আবার কখনও ঠিকাদারকে ঘাড়ধাক্কা দিচ্ছেন পুর পারিষদ। ২ মাসের ব্যবধানে বেহালার তারককাণ্ডের ছায়া দেখা গেল বরানগরে।
কলকাতায় সহ সারা রাজ্যে ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। বাড়ছে ডেঙ্গি আক্রান্তের মৃতের সংখ্যা। পুজোর মুখেও ভয় ধরাচ্ছে এডিস ইজিপ্টাই। বেসরকারি মতে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু কলকাতাতেই ১২ জনের মৃত্যু। যদিও সরকারি মতে সংখ্যাটা ৩। আর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। যার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলায়।
এর মাঝেই বরানগরে বাড়ি বাড়ি মশারি, মশা মারার ধূপ পাঠাচ্ছে পুরসভা। জমা জলা সরাতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। এর মাঝেই নির্মীয়ণান বহুতলে ঠিকাদারকে ডেকে পাঠান পুর পারিষদ স্বাস্থ্য। জমা জল দেখে কার্যত তাঁকে ঘাড়ধাক্কা দেন। প্রসঙ্গত, বরানগর পুরসভা এলাকায় ৩১৫ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনা জেলায় ৮ হাজারের বেশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন