North 24 Parganas: তোলা চেয়ে 'মারধর', খুনের 'হুমকি'! TMC নেতার নিশানায় INTTUC নেতা
Kharda News: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবিও। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন খড়দা তৃণমূলের ভাইস চেয়ারম্যান।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে মার, গুলি করে খুনের হুমকি! এমনই অভিযোগ উঠল রহড়ার (Rahara) কল্য়াণ নগরে। আর এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলের শ্রমিক নেতার অনুগামীদের। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবিও। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন খড়দা (kharda) তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি অভিযুক্ত তৃণমূলের নাম করে এলাকায় তোলাবাজি করলেও দল চুপ রয়েছে।
খড়দায় ভরসন্ধেয় দোকানে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের পাশাপাশি ক্যাশবাক্স খুলে নগদ লুঠ করার অভিযোগও উঠেছে। আক্রান্ত ব্যবসায়ী দীপু সাহার অভিযোগ, হুমকি দিচ্ছে দোকান বন্ধ করার। হুমকি দেওয়ার জন্য় প্রতিবাদ করতেই মারার হুমকি, গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।
খড়দা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের, কল্যাণনগরে দুই ভাইয়ের স্টেশনারি দোকান রয়েছে। এই পাড়ারই বাসিন্দা উপ পুরপ্রধান সায়ন মজুমদার। আক্রান্ত ব্য়বসায়ীর অভিযোগ, রবিবার দোকানে চড়াও হয়ে তোলা দাবি করেন খড়দার INTTUC নেতা গোপাল সাহার অনুগামীরা। ব্য়বসায়ী তোলা দিতে না চাওয়ায়, রীতিমতো তাণ্ডব চালানো হয়। দোকানে ভাঙচুরের পাশাপাশি, চলে মারধর।
কত টাকা চেয়েছিল?
আক্রান্ত ব্য়বসায়ী দীপু সাহার দাবি, ৫-৬ হাজার টাকা চাওয়া হয়েছিল। অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল বলে তাঁর দাবি। ভাঙচুর করা হয়। দীপুর দাবি, পরে তাঁরা জানতে পারেনন অভিযুক্তরা গোপাল সাহার ঘনিষ্ঠ। এই গোপাল সাহা তৃণমূলের টোটো ইউনিয়নের সেক্রেটারি বলে দাবি আক্রান্ত ব্যবসায়ীর।
আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের (TMC) দ্বন্দ্ব। খড়দা পুরসভায় তৃণমূলের উপ পুরপ্রধান সায়ন মজুমদারের অভিযোগ, 'ভাইস চেয়ারম্যান তোলাবাজি করছেন। আমাদের পাড়াতে এ ধরনের ঘটনা ঘটেনি। সিপিএমের সময়েও নয়। নতুন এটা শুরু হয়েছে। গোপাল আগে সিপিএম করত। ২০১০-এ আমরা জিতে ক্ষমতায় এলে ও তোলাবাজি শুরু করে। দলের উচ্চতর নেতৃত্ব যদি সব জেনে ঢোঁক গেলে কিছু বলার নেই।' পাল্টা তোপ আইএনটিটিইউসির খড়দা শহর সভাপতি গোপাল সাহার। তাঁর তোপ, 'ভাইস চেয়ারম্যান তোলাবাজি করছেন। ওঁর ওয়ার্ডে সাট্টা চলছে ওগুলো কে চালাচ্ছে?'
গোটা ঘটনার কড়া সমালোচনা করেছে বিজেপি (BJP)। দলের রাজ্য কমিটির সদস্য কিশোর কর বলেন, 'ক্ষমতায় টিকে আছে তোলা তুলে নিজেদের অর্থ বাড়াতে। এই কারণেই তৃণমূল করছে। কোনও আদর্শ নেই।'
আরও পড়ুন: বড়দিনের সন্ধ্যায় গানপয়েন্টে লুঠ, পালানোর সময় পরপর গুলি